পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪২
চিত্রা।

কেন মরে গেল নদী?
আমি  বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে
পাইবারে নিরবধি-
তাই মরে গেল নদী।


কেন ছিঁড়ে গেল তার?
আমি  অধিক আবেগে প্রাণপণ বলে
দিয়েছিনু ঝঙ্কার-
তাই ছিঁড়ে গেল তার।

৪ ফাল্গুন,
১৩০২।



প্রৌঢ়।

যৌবন নদীর স্রোতে তীব্র বেগভরে
একদিন ছুটেছিনু; বসন্ত পবন
উঠেছিল উচ্ছ্বসিয়া;—তীর-উপবন
ছেয়েছিল ফুল্লফুলে;—তরুশাখা পরে
গেয়েছিল পিককুল,—আমি ভাল করে’
দেখি নাই শুনি নাই কিছু-অনুক্ষণ