পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৬
চিত্রা।

বিশ্বের আলোেক যত
দিগ্বিদিকে অবিরত
যাইতেছে বয়ে’,
শুধু ওই আঁখি পরে
নামে তাহা স্নেহভরে
অন্ধকার হয়ে।
জগতের তন্ত্রীরাজি
দিনে উচ্চে উঠে বাজি
রাত্রে চুপে চুপে,
সে শব্দ তাহার পরে
চুম্বনের মত পড়ে
নীরবতা রূপে!


মিছে আনিয়াছ আজি
বসন্ত কুসুমরাজি
দিতে উপহার!
নীরবে আকুল চেখে
ফেলিতেছ বৃথা শোকে
নয়নাশ্রুধার!