পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মৃত্যুর পরে।
২৭

ছিলে যারা রোষভরে
বৃথা এত দিন পরে
করিছ মার্জ্জনা!
অসীম নিস্তব্ধ দেশে
চিররাত্রি পেয়েছে সে
অনন্ত সান্ত্বনা!


গিয়েছে কি আছে বসে,
জাগিল কি ঘুমাল সে
কে দিবে উত্তর?
পৃথিবীর শ্রান্তি তারে
ত্যজিল কি একেবারে,
জীবনের জ্বর?
এখনি কি দুঃখ সুখে
কর্ম্মপথ অভিমুখে
চলেছে আবার?
অস্তিত্বের চক্রতলে
একবার বাঁধা পলে
পায় কি নিস্তার?