পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মৃত্যুর পরে।
২৯

দিয়ে যায় যত যাহা
রাখ তাহা ফেল তাহা
যা ইচ্ছা তোমার!
সে ত নহে বেচা-কেনা,
ফিরিবে না ফেরাবে না
জন্ম-উপহার!


কেন এই আনা গোনা,
কেন মিছে দেখাশোনা
দুদিনের তরে;
কেন বুকভরা আশা,
কেন এত ভালবাসা
অন্তরে অন্তরে;
আয়ু যার এতটুক্‌,
এত দুঃখ এত সুখ
কেন তার মাঝে;
অকস্মাৎ এ সংসারে
কে বাঁধিয়া দিল তারে
শত লক্ষ কাজে;