পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শীতে ও বসন্তে।
৭৫

চারিদিকে তোলপাড়
বেধে গেছে মহাকাণ্ড!
নদীজলে, বনে, গাছে
কেহ গাহে কেহ নাচে,
উলটিয়া পড়িয়াছে
দেবতার সুধাভাণ্ড।
উতলা পাগল-বেশে
দক্ষিণে বাতাস এসে
কোথা হতে হাহা হেসে
প’ল যেন মদমত্ত!
লেখাপত্র কেড়েকুড়ে-
কোথা কি যে গেল উড়ে,—
ওই রে আকাশ জুড়ে
ছড়ায় “সমাজ-তত্ত্ব!”
“রুশিয়ার অভিপ্রায়”
ওই কোথা উড়ে যায়,
গেল বুঝি হায় হায়
"আমিরের ষড়যন্ত্র!”
"প্রাচীন ভারত” বুঝি
আর পাইব না খুঁজি,