পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৬
চিত্রা।

কোথা গিয়ে হল পুঁজি
“জাপানের রাজতন্ত্র"!


গেল গেল, ও কি কর,
আরে আরে ধর ধর!-
হাসে বন মর্‌-মর,
হাসে বায়ু কলহাস্যে!
উঠে হাসি নদীজলে
ছলছল কলকলে,
ভাসায়ে লইয়া চলে
“মনুর নূতন ভায্যে"।
বাদ প্রতিবাদ যত
শুক্‌নো পাতার মত
কোথা হল অপগত,—
কেহ তাহে নহে ক্ষুন্ন!
ফুলগুলি অনায়াসে
মুচকি মুচকি হাসে,
সুগভীর পরিহাসে
হাসিতেছে নীল শূন্য!