পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নগর-সংগীত।
৭৯

এনে দাও অযাচিত
যত কিছু অনাসৃষ্টি!
হৃদয়-নিকুঞ্জমাঝ
এস আজি ঋতুরাজ,
ভেঙ্গে দাও সব কাজ
প্রেমের মোহন মন্ত্রে!
হিতাহিত হোক্‌ দুর,—
গাব গীত সুমধুর,
ধর তুমি ধর সুর
সুধাময়ী বীণাযন্ত্রে!

১৮ আষাঢ়,
১৩০২।



নগর-সংগীত।

কোথা গেল সেই মহান্ শান্ত
নব নির্ম্মল শ্যামলকান্ত
উজ্জ্বলনীল বসনপ্রান্ত
সুন্দর শুভ ধরণী!