পাতা:ছবি ও গান-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান
৩৫

স্মৃতি-প্রতিমা

আজ কিছু করিব না আর,
সমুখেতে চেয়ে চেয়ে গুন্ গুন্ গেয়ে গেয়ে
ব’সে ব’সে ভাবি একবার।
আজি বহু দিন পরে যেন সেই দ্বিপ্রহরে
সে দিনের বায়ু ব’হে যায়,
হা রে হা শৈশব মায়া, অতীত প্রাণের ছায়া,
এখনো কি আছিস্‌ হেথায়?
এখনো কি থেকে থেকে উঠিস্‌রে ডেকে ডেকে,
সাড়া দিবে সে কি আর আছে?
যা’ ছিল তা আছে সেই, আমি যে সে আমি নেই
কেনরে আসিস্‌ মোর কাছে?
কেনরে পুরাণ’ স্নেহে পরাণের শূন্য গেহে
দাঁড়ায়ে মুখের পানে চাস্‌?
অভিমানে ছল’ ছল’ নয়নে কি কথা বল’,
কেঁদে ওঠে হৃদয় উদাস।
আছিল যে আপনার সে বুঝিরে নাই আর,
সে বুঝিরে হ’য়ে গেছে পর,
তবু সে কেমন আছে, শুধাতে আসিস্ কাছে,
দাড়ায়ে কঁপিস্ থর্‌ থর্‌।
আয় রে আয় রে অয়ি, শৈশবের স্মৃতিময়ী,
আয় তোর আপনার দেশে,