পাতা:ছবি ও গান-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান
৩৯

চাহিয়া রহিত মুখপানে,
ভাল তারা বাসিত কি,
মৃদু হাসি হাসিত কি,
প্রাণে প্রাণ দিত কি, কে জানে!
গাঁথি ফুলে মালাগুলি,
যেন তা'রা যেত ভুলি
পরাইতে আমার গলায়।
যেন যেতে যেতে ধীরে
চায় তা'রা ফিরে ফিরে
বকুলের গাছের তলায়।
যেন তা'রা ভালবেসে
ডেকে যেত কাছে এসে
চলে যেত করিত রে মানা।
আমার তরুণ প্রাণে
তা'দের হৃদয় খানি
আধ জানা, আধেক অজানা।

কোথা চলে গেল তা'রা,
কোথা যেন পথহারা,
তা'দের দেখিনে কেন আর।
কোথা সেই ছায়া ছায়া
কিশোর-কল্পনা মায়া,
মেঘ মুখে হাসিটি ঊষার।