পাতা:জাতীয় সাহিত্য.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ08 জাতীয় সাহিত্য ভারতের নবীন ইতিহাসের প্রতিপত্রে যে প্রাচীন নগরের জন্মতি বিজড়িত থাকিবো,-সেই পাটলীপত্রে আজ বঙ্গের সারমর্বতসেবকগণ সন্মিলিত হইয়াছেন, ইহা বাঙ্গালীর বিশেষ শ্লাঘার কথা, এবং অদ্যকার এই দিন, বঙ্গবাসীর তথা বsোগর ভবিষ্য জাতীয় ইতিহাসের এক সমরণীয় বস্ত । পাথিবি ব্যাপারে আজ বহুগ এবং বিহারের মানচিত্র পথগভূত হইলেও অপার্থিব সারস্বত ব্যাপারে এই উভয় প্রদেশই যে একসালে গ্রথিত, আদ্যকার এই সন্মিলন তাহার অন্যতম fra এই জাতীয় সাহিত্য-সন্মিলনে পৰেব পাৰেব যে সকল মনসবী সভাপতির আসন অলংকৃত করিয়াছেন, বঙ্গসাহিত্যে তাঁহাদের খ্যাতি-প্রতিপত্তির পরিচয় নতন করিয়া আমি আর কি দিব ? সেই সকল সংযোগ্য সাহিত্যরথগণের সপািহণীয় আসনে আপনারা আমাকে বসাইয়া সেই মহােঘ আসনের গৰব খর্ব করিয়াছেন, আর সেই সঙ্গে আমাকেও বিপন্ন করিয়া তুলিয়াছেন । আমি কোন দিন চাবপ্নেও ভাবি নাই যে, এইরূপ কায্যে-বঙ্গসাহিত্যসেবিগণের মহাসম্মিলনে-আমি সভাপতিরাপে কায্য করিব । আমি সাহিত্যিক নহি, বঙ্গবাণীর সেবকগণের যে গৌরব, আমি তাহার ভাজন হইবার যোগ্য নহি,- ইহা আমি যতটা জানি এবং বঝি, বোধ হয় অন্যে ততটা জানেন না বা বাঝেন। না । বঙ্গের যে সকল কৃতী সন্তান প্রকৃত প্রাপ্তাবে প্ৰাণপণে এবং নিঃসবাথভাবে বঙ্গভারতীর অচ্চনা করেন, সেই সকল মহাত্মাদের কোন কাজে, কোন উপকারে আমি আত্মনিয়োগ করতে পারলে চরিত্যাথ’ হই । সভ্যগণ, আপনারা আমাকে সে সযোগে বঞ্চিত করিয়াছেন । সাহিত্যসাধকগণের সেবা করিতে যাহার অভিলাষ, তাহাকে সাহিত্য-সাধন-যাঙ্গেব ঝাঁতুগােরাপে মনোনীত করায় উস্তু যজ্ঞের আগৌরব হইয়াছে এবং তাহার সে সাধেও বাদ সাধিয়াছেন । প্রথম যৌবনে যখন কলেজে অধ্যয়ন করিতাম, তারপর যখন ক্ৰমে কাষ্যক্ষেত্রে প্রবেশ করিলাম, আমার সতত ধ্যান ছিল যে, কি উপায়ে আমার জননী বঙ্গভূমির, বংগভাষার শ্ৰীবশিধ করিতে পারিব । মানষের কত স্বপ্ন থাকে, আমার ঐ একই সর্বপ্ন ছিল । একটা ধারণা আমার দািঢ় ছিল যে, যে জাতির মাতৃভাষা যত সম্পন্ন, সে জাতি তত উন্নত ও অক্ষয় । আমার মাতৃসমা মাতৃLDDD uB S BDD BuBuDD DBD SBSBDBB uBO DDD হইবে । কিন্তু অপলাপে লাভ কি ? যে সম্পদ থাকিলে, যে শক্তি থাকিলে, মাতৃভাষার মািখ উজিজবুল করা যায়, দিভাগ্য আমি, আমার সে সম্পদ বা শক্তি