পাতা:জাতীয় সাহিত্য.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOM छाऊौट्र ट्रड সেই সকল বিষয়, আমাদের মাতৃভাষার সাহায্যে বঙ্গের সববসাধারণের গোচরীভূত করিতে হইবে । কমেই যে ভয়ংকর কাল আসিতেছে, সেই কালের সািহত প্ৰতিদ্বতিদ্বতায় দেববাসী দিগকে জয়ী করতে হইলে, কেবল এ দেশীয় নহে, বিদেশীয় আয়ধেও সন্নলব্ধ হইতে হইবে।” সতরাং জাতীয় সাহিত্য-গঠন-সম্বন্ধে অদ্য আমার বিশেষ কিছু বলিবার নাই। অদ্য আমার প্রধানতঃ বন্তব্য এই যে, শািন্ধ বঙ্গের জাতীয়-সাহিত্যগঠন করিলেই চলিবে না, বঙ্গের জাতীয় সাহিত্য কি উপায়ে জগতের অপরাপর দেশের বিদ্বদ্বীদেরও আরাধ্য হইতে পারে, তাহার চিন্তা করিতে হইবে ; এবং সেই চিন্তা-প্রসন্ত উপায় অবলম্বনপৰিবাক বঙ্গসাহিত্যের অঙ্গপলিট করিতে হইবে । তবেই ত বঙ্গভাষা অমরত্ব লাভ করবে। যদি এমন ভাবে বণ্ডগসাহিত্য গঠিত হয়, এমন সম্পদে বঙ্গসাহিত্য সসম্পন্ন হয় যে, সেই সম্পদের উৎকষে পথিবীর অপরাপর মনীষিগণেরও চিত্ত আমার বঙ্গসাহিত্যের প্রতি আকৃৎট হয়, আজ যেমন আমরা অনেক অনঘ এবং শিক্ষণীয় বিষয় আয়ত্ত করিবার নিমিত্ত পাশচাত্ত্য দেশের অনেক ভাষা শিখিতে প্ৰয়াস করিয়া থাকি, সেইরােপ বংগভাষায় যদি এমন অনেক উৎকৃষ্ট উৎকৃষ্ট বিষয় আবিস্কৃত এবং উপনিবন্ধ হয়, যাহা কৃতবিদ্য মাত্রেরই সৰবথা অবশ্যশিক্ষণীয়, অথচ পথিবীর অন্য কোন ভাষায় ঐ ঐ বিষয়সমাহ এযাবৎকাল লিখিত হয় নাই, তাহা হইলে পথিবীর সববস্থানের বিধবািবন্দই সাগ্রহে বঙ্গভাষা শিক্ষা করবেন । যদি এমন ভাবে বণ্ডভাষার সম্পদ বন্ধি করা যায় যে, সম্পণেরপে মানষে হইতে হইলে অপরাপর ভাষার ন্যায় বঙ্গভাষাও শিখিতে হয এবং না। শিখিলে অনেক অবশ্য-জ্ঞাতব্য বিষয় চিরকালের মত অজ্ঞাত থাকিয়া যায় ও অন্যা শত ভাষা শিক্ষা করিয়াও পরা মান ষ হওয়া না যায়, তবেই বঙ্গভাষা জগতে চিরস্থায়িনী হইবে : বাওগালার ভাষা জগতের অন্যান্য প্রধানতম ভাষার শ্রেণীতে সমন্নীত হইবে। অন্যথা বঙ্গের তথা বঙ্গভাষার গৌরব বাড়িল কৈ ? বাংগসাহিত্য বলিলেই যাহাতে একটা বিরাট সাহিত্য ব্যবস্থায়, বিশেবর অন্যতম প্রধান সাহিত্য বকায়, এমন ভাবে বঙ্গসাহিত্যের গঠন করিতে হইবে । কিছই অসম্ভব নহে । চেন্টা ও একাগ্ৰতা থাকিলে এই সংসারে সর্বপ্নকেও বাস্তবে পরিণত করা যায়। কাল অনন্ত এবং পথিবী বিশাল, সত্বাং ব্যস্ততার কারণ DD S uBuD DuBuS BDBBYBEBDBB BDDD SBuu DDDDD DBDBBBuS