পাতা:জাতীয় সাহিত্য.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSO জাতীয় সাহিত্য DD YBB KuDBuSB DBDS DDB D DBDSDDBS S BDS লাটিন, সংস্কৃত, ইংরাজী, ফরাসী প্রভৃতির ন্যায় বঙ্গভাষাও পথিবীর সমস্ত শিক্ষাকেন্দ্রের বিশেষজ্ঞগণের অন্যতম আলোচনীয়রাপে গহীত হইবে । অবশ্য এইরহপ ব্যাপার কায্যে পরিণত করা দ'এক দিনে বা দ’দশ বৎসরে সম্ভব নহে, বা আরম্ভমাত্রেই ফললাভের আশা নাই । কিন্তু, যদি যথাথ দেশহিতৈষণায় অন্যপ্রাণিত হইয়া বঙ্গভাষাকে অক্ষয় করিবার বাসনা হৃদয়ে বােধমািল করিয়া, এবং সববাপেক্ষা প্রাথলিীয়, মানষের অনন্য-সাধারণ কামনীয় নিজের জাতীয়তার ও জাতীয় সাহিত্যের গৌরব অক্ষন্ন অথবা বধিত করিবার জন্য,-বাঙ্গালী নিজের নিজের জ্ঞানধামতার পরিচয়, সব সব উপাজিত জ্ঞানবিজ্ঞানের ঐএবযfসম্ভার, নিজ নিজ মাতৃভাষাতেই প্রকাশ করেন, আপাত যশোর সম্মোহনী তৃষ্ণার বশবত্তীর্ণ না হইয়া স্বদেশের এবং সবজাতির কল্যাণকামনায় একমাত্র বঙ্গভাষাকেই সেবা বলিয়া গ্রহণ করেন, তবে এই দরহ বলিয়া প্রতিভাত কায্য ক্রমেই সকর হইয়া আসিবে । আজ যাহা অসম্পভব মনে হইতেছে, কাল তােহা একান্ত সম্ভবপর হইয়া দাঁড়াইবে । আর সেই সঙ্গে বঙ্গভাষার গৌরব-কেতন কালের অক্ষয় গগনে বাংগালার এবং বাঙ্গালীর বিজয়-প্রশস্তি ঘোষণা করবে । এই সকল ব্যাপার করিতে হইলে, এই মহাযজ্ঞে দীক্ষিত হইতে হইলে সবাবাগ্রে তীৰ্থজলে অভিষেকের এবং সংযমের প্রয়োজন । বিনা অভিষেকে বা বিনা সংযমে যজ্ঞবেদীতে উপবিভােট হইতে নাই। দেশমাতৃকার মাখ উজজবল কপ্লিব, আমার জননী বঙ্গভাষাকে জগতের বরণীয় করিব,--আমার মাকে এমন করিয়া সাজাইব, এমন করিয়া সমাদর করিব, যান্থাতে আর দশজন অন্য মারি সন্তান আমার মাকে মা বলিয়া জীবন ধন্য জ্ঞান করিবে-এই প্রকার পবিত্র সঙ্কল্প পর্যুপ গঙ্গাজলে অভিষেকপৰিব'ক ব্ৰতী হইলে নিশ্চয়ই মনোমত বর লাভ করিতে পারিব। কোন একটা নৰতন কিছ: আবিস্কার করিলেই, তাহা বিদেশীয় ভাষায় প্রথমতঃ প্ৰকাশ করিলে প্রচুর যশ অজিত হইবে, এই প্রবত্তিকে সংযত করিতে হইবে । আমাদের যাহা কিছ: উত্তম, যাহা কিহু, সৎ, উদার, অপবােব ও অন্নপাম, তাহা বঙ্গভাষাতে লিপিবদ্ধ করিব, বাঙ্গালার সম্পত্তি বাঙ্গালার মাতৃভাষার ভাণ্ডারেই সঞ্চিত রাখিব, সর্বহস্তে দেশকে বঞ্চিত করিয়া দেশের ধন বিদেশে বিলাইয়া দিব না, এমন করিয়া ধনের উপচয় করিব -বন্ধি করিব, যাহাতে জলধির জলের ন্যায় আমার মাতৃভাষার ভান্ডারের