পাতা:জাতীয় সাহিত্য.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় সাহিত্য তাহাদেরই কলামধর বীণায় বাংগালীর বীরত্ব অন্যরাণিত হইতেছে । তাই বলিতেছিলাম, আছে সব, মাল-মসলা কিছরই অভাব নাই, এখন কেবল জনকয়েক সংশিক্ষিত, কলপানাকুশল স্থপতি বন্ধপরিকর হইলেই সঙ্কলিপিত বিশববিজয়ী সৌধ নির্মিত হইতে পারে । আজ আমার যে কথা স্বপ্ন বলিয়া মনে হইতেছে, কাল তাহা কায্যে পরিণত হইবে । জগতের ইতিহাসের একটি সক্ষপণ পরিচ্ছেদ বঙ্গভাষা অধিকার করিয়া বসিবে । BDDDBDB BDBDDDB BB DDBD BDBDD BDutDBDB BBD S এ অসাধ্যসাধন করিতে হইলে, পৰে বাই বলিয়াছি, বিশেষ সংযমের প্রয়োজন,- কঠোর তপস্যার প্রয়োজন । সভ্যগণ, আপনারা আমাকে এই সন্মিলনের সভাপতি নিৰবাচিত করিয়া আমার প্রতি যেমন আত্মীয়তাপ্রকাশ করিয়াছেন, আমিও যদি আমার ধারণার অনরূপ, আমার বিবেকের অন্যকুল সত্য কঠোর বলিয়া, সম্প্রদায়বিশেষের স্ততিনিগদার দিকে লক্ষ্য করিয়া প্ৰকাশ করিতে কুণ্ঠিত হই, তাহা হইলে আপনাদের প্রদত্ত সন্মানের অপব্যবহার করা হইবে ; তাই আপাততঃ ঈষৎ অপ্রিয় হইলেও কত্তব্যের অন্যুরোধে আমি বলিতে বাধ্য যে, পাবেনাক্ত অসাধ্যসাধন করিতে হইলে সবাবাগ্রে সাহিত্যসেবিগণের মধ্যে যদি কোন দলাদলি, কোনরূপ বিরোধাভাব থাকে, তবে তাহা পরিহার করিতে হইবে । মতভেদ নিগদার কথা নহে, কিন্তু মতভেদ হইলেই যে প্রণয়ভেদ হইবে, আত্মীয়াভেদ হইবে, ইহা ত আমি বঝি না । বঙ্গভাষা এখনও বঙ্গের বাহিরে নিজের পায়ে ভর করিয়া দাঁড়াইতে শিখে নাই । এখনও ভারতের বহিদেশে বঙ্গভাষার বংশীধৰনি সন্ততভাবে পৌছায় নাই । যে ভাবে, যেরূপে আমি বঙ্গভাষাকে গঠিত করিবার কথা বললাম, সেই হিসাবে বঙ্গভাষার এই সবে কৈশোর, এরপ অপরিপক্ক বয়সে তাহাতে অন্তঃকলহের কীট প্রবেশ করিতে দিলে অচিরাং সমস্ত উদ্যম-উদযোগ পাণ্ড, ভঙ্গমসাৎ হইবে । হিমাদ্রির চিরতুষারগিন্নাথধ অপ্ৰভেদী গৌরীশঙ্গে যাহারা পৌছিতে চাহে, উপত্যকার কাজ করময় কতটকক্ষেত্রেই তাহদের ক্লান্তি জমিলে চলিবে কেন ? DBDDD DDBDBBB DBBBDBD BB gDD DBBBDBDB DBD DD DDBD BDD হইতে পারে না ! আমরা সকলেই এক মায়ের সন্তান, বঙ্গভূমি ও বঙ্গভাষা আমাদের সকলোবাই জননী, মাতৃপজায় দীক্ষিত হইয়া, মায়ের মন্দিরে তুচ্ছ অলীক এবং ক্ষণিক যশোর প্রলোভনে ভ্ৰাতায় ভ্ৰাতায় বিরোধ করিতে নাই। বিশাববিজয়ী সোধ