পাতা:জাতীয় সাহিত্য.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

な>げ জাতীয় সাহিত্য পারে না। তাহা যদি পারিত, তবে এই পথিবীর দশা এত দিনে অন্য প্রকার হইতে । আমার বঙ্গসাহিত্যকে বিগবসাহিত্যের অন্তনিবিদ্ট করিব, এই আমার দঢ় প্রতিজ্ঞা ; এই প্রতিজ্ঞার পরিপরণের জন্য যাহা সংগত মনে হইবে, তাহাই অসঙ্কোচে করিব । এই মঙ্গোত্র পরিপাত হইয়া ব্ৰত আরম্ভ কর, সিন্ধি হইবে ; কালে অমর হইতে পরিবে-বাঙ্গালী জাতি ও তাহার বংগভাষা জগতে অক্ষয় হইয়া থাকিবে। যদি কখনও নৈরাশ্যের ভীষণ মাত্তিতে চমকিয়া উঠি, কালের করােল কশা দশানে ভীত হও, তখন তোমারই বরেণ্য, কবি হেমচন্দ্রের কঠে কন্ঠ মিশাইয়া জলদ-প্রতিম কৰনে তোমার দেশবাসীকে শনাইও “হোথা আমেরিকা নব অদ্ভু্যদয়, পথিবী গ্রাসিতে করেছে। আশয়, হয়েছে। অধৈয্য নিজ বীর্য্যবলে, छाऊं शश६७:काव्र, छ्भ'7ल ऐळ) प्शन बा मिक्षा छि-फूला छूऊtव्न নতন করিয়া গড়িতে চায় ।”** আর সেই সঙ্গে বলিও-হে বঙ্গের জাতীয় সাহিত্য মন্দিরের ভবিষ্য সহপতি বলদ,- “যাও সিন্ধানীরে, ভূধর-শিখরে, গগনের গ্রহ তন্ন তরুষ ক'রে, বায়, উচ্চাকাপাত, বজ্ৰশিখা ধ’রে মঘকাৰ্য্য-সাধনে প্রব,ওঁ হও ”** উল্লেখপঞ্জিী ও প্রাসঙ্গিক তথ্য ১. পন্ডিত রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ প্রণীত 'সাহিত্য পক্ষপাঞ্জলি’ গ্রহের অন্তর্গত 'মত্যের দেবতা’ নামক কবিতার কয়েকটি পংন্তি । গ্রন্হটির প্রথম প্রকাশ : ২৩ বৈশাখ ১৩২৩ বঙ্গােখদ । ১(ক), বঙ্গীয় সাহিত্য সন্মিলনের প্রথম অধিবেশন হয় ১৯০৭ ইঙ্গাব্দের ৩-৪ নভেম্বর মশিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে (১৭-১৮ কাতিক ১৩১৩ বঙ্গাব্দ ) । সভাপতি নিবাচিত হন। রবীন্দ্রনাথ । ( দ্র, রবিজীবনী / প্রশান্ত কুমার পাল, ৫ম খন্ড, পা, ৩৮৪-৮৫) ।