পাতা:জাতীয় সাহিত্য.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खाद्मङौव्र नाशिठ्द्र ख्वव९ ck মাটির সহিত খাপ খায় না, কিন্তু এমন অনেক জিনিষ পশ্চিম দেশের ভাষা আমাদিগকে আনিয়া দিয়াছে, যাহাতে আমাদের পরম উপকার হইয়াছে । অদ্যান্টবাদী আমরা, কম্পমা করিতে শিখিতেছি। পাশ্চাত্ত্য ভাষায় আমরা কতদার উপকৃত বা আমাদের দেশীয় ভাষা পাশ্চাত্ত্য ভাষার সম্পকে কতটা সম্পন্ন, তাহা আদ্যকার বক্তব্য নহে ; অন্য এক উপলক্ষে আমি তাহা বলিয়াছি, সতরাং আজ সে কথার উল্লেখ নিন্দ প্রয়োজন । ভারতবষী ভাবের রাজ্য-প্রাণের রাজ্য। ভারতের কোন প্রদেশেই ভাবের অভাব নাই।--মনমাবী মহাজনের অভাব নাই। উদ্ধবদাস-সারদাস, রামপ্রসাদচ"ডীদাস, মীরা-তুলসীদাসের* ভারতে অভাব নাই । কেহ লোক-লোচনের সন্মখে আসিয়াছেন, কেহ বা পল্লীকুঞ্জের সিনথচ্ছায়ায় জীবন কাটাইয়াছেনদেশান্তরের লোকে তাঁহাকে চিনিবার অবসর পায় নাই । ভারতবষের সকল প্রদেশেরই এক একটি নিজস্ব ভাষা আছে এবং তােহা অতি প্রাচীন । সেই সমস্ত প্রদেশের অনেক অমর কবি, অনেক নিপািণ লেখক সেই সেই ভাষায় কত সমাধাের কাব্য, কত সমধর কথাগ্রােহ লিখিয়া গিয়াছেন, এখনও লিখিতেছেন, তাহার ইয়াত্তা নাই। সেই সেই দেশের অধিবাসীরা তাৎ তৎ মহাকবির কাব্যামাত-পানে কৃতাৰ্থ হইয়াছে । ধরন—যেমন কৃত্তিবাস বা চন্ডীদাস, মাইকেল মধ্য সদন বা হেমচন্দ্র, বঙ্কিম বা দীনবন্ধ*” । কে এমন বাঙ্গালী আছেন, যিনি ঐ সকল মহাকবির কাব্য পাঠ করিয়া, নিজে ঐ সকল কবির গািবজাতি বলিয়া গ্ৰাঘা অনভব না করেন ? বাঙ্গালার এমন কোন শিক্ষিত ব্যক্তির গহ আছে, যেখানে ঐ সকল কবির কোন-না কোন গ্রন্হ গাহের শোভাবধান না করিতেছে ? ঐ প্রকার, ভারতের অন্যান্য প্রদেশের কথাও ভাবন । প্রত্যেক প্রদেশেই তাহার "নিজস্ব” বলিয়া কিছ-না-কিছ আছেই। ইংরাজী ভাষা আমাদের দেশে এখনও নািতন, এখনও ত্রিশকোটি’ * ভারতবাসীর মধ্যে অতি অলপ কয়েকজন মাত্র ইংরাজী ভাষার অনশীলন করেন। যাহাদিগকে লইয়া ভারতবৰ্ষ, যাহাদিগকে বাদ দিলে ভারতবষের অস্তিত্ব খাজিয়া পাওয়া দিঘাট ; সেই সাধারণ জন-সমাজ এখনও ইংরাজীর অনশীলনে প্রবত্ত হয় নাই। আমার মনে হয়, তাহাদিগকে-সেই বিপােল জনসংঘকে-সাহিত্যের ভিতর দিয়া যদি এক করিতে পারা যায়, তবেই ভারতে প্রকৃত জাতীয় সাহিত্যের সন্টি হইবে, অন্যথা নহে । এখন এমন একটি সাধারণ সেতু নিম্পমাণ করিতে হইবে, যাহার উপর দিয়া ভারতের সকল দেশের অধিবাসীরা তাহাদের সন্ববিধ বাধা-বিপত্তি পার