পাতা:জাতীয় সাহিত্য.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয় সাহিত্যের ভবিষ্যৎ S0 এ স্থলে একটা তকের মীমাংসা আবশ্যক মনে করি । তাহা এই ; এ দেশে আজকাল ইংরাজীর বহল প্রচার হইয়াছে । জ্ঞানের জন্যই হউক, আর উদরের জন্যই হউক, অথবা আর কিছ: করিবার নাই বলিয়াই হউক, সকলেই অল্পবিস্তর ইংরাজী লেখাপড়া শিখিয়া থাকে । এরপ ক্ষেত্রে আবার নতন করিয়া এই ভারতীয় ভাষার প্রচলনের প্রয়াস কেন ? যে কাৰ্য্যসাধনের জন্য এই প্রয়াস, সেই কায্য বা সেই উদ্দেশ্য ত অপেক্ষাকৃত অল্পায়াসে ইংরাজীতেই হইতে পারে, তবে এ শিরোবেস্টন-পৰিবাক নাসিকা-অপশা কেন ? ইহার উত্তরে আমার মাত্র দাইটি কথা বলিবার আছে । প্রথম কথা-জাতীয় ভাব বজায় রাখিতে হইলে জাতীয় ভাষার সেবা আবশ্যক। বিজাতীয় ভাষার সাহায্যে জাতীয়-সাহিত্য-গঠনের চেপেটা করা বাতুলতার কায্য । দশভুজার পাদপদ্মে রক্ত জবার অঘাই মানায়, গোলাপ শত সকেদর হইলেও মাতৃপদের অযোগ্য । ইহার অধিক আর কিছু বলিতে bाश् िक्रा । দ্বিতীয় কথা—ইংরাজী ভাষা অর্থকরী হইলেও ভারতের অধিকাংশ BBDYBBBYYYD DBD S S D gEDDD DB DBBD BDD DBBDBB প্ৰাণে তেমন আকাংক্ষা দেখা যায় নাই | সতরাং ইংরাজীর সাহায্যে তােহাদিগকে বঝাইতে প্ৰয়াস করা ব্যথা। যদি তেলেগ ভাষায় বা উৎকলীয় ভাষায় বাঙ্গালার রামপ্রসাদ-ভারতচন্দ্রের** ভাব-সম্পদ ফটাইতে পারা যায়, তবে ইংরাজীতে যতটা ফললাভের আশা করা যায়, তদপেক্ষা ফল যে লক্ষগণ অধিক হইবে, সে বিষয়ে অণমাত্ৰ সলেদহ নাই । তুলসীদাসের রামায়ণ ইংরাজীতে তরজমা করিয়া আমরা কয়জনে পড়িয়া থাকি, বা পড়িয়া প্রকৃত রসাম্যবাদন করিতে পারি ? তাই আমার মনে হয়, জাতীয় ভােব ফটাইতে হইলো-সকলকে এক অদ্বিতীয় জাতীয়তার সন্ত্ৰে গাঁথিতে হইলে-জাতীয় সাহিত্যে একতাবন্ধনের চেন্টা করিতে হইবে । বিভিন্ন জাতির ভাবের আদান-প্রদানের সব্যবস্থা সব সব জাতীয় সাহিত্যের মধ্য দিয়া করিতে হইবে । উচ্চশিক্ষিত হইতে নিরক্ষর কৃষককুল পয্যন্ত এক উদ্ণনাভের জালে বেড়িয়া ফেলিতে হইবে, অন্যথা একীকরণ অসম্ভব । এইরূপ করিতে করিতে ক্লামে, এখন যে খন্ড খণ্ড সাহিত্য-রাজ্য আছে তােহা এক বিরাট সমাজ্যে পরিণত হইবে-সমস্ত ভেদ মিটিয়া গিয়া এক অনিৰবাচনীয় সখময়, স্বপ্নময় সঙ্ঘের গঠন হইবে । তবে এই মহৎ কায্যে মহা ত্যাগ চাই । বড় জিনিষ পাইতে হইলে খাব বড় রকমের