পাতা:জাতীয় সাহিত্য.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छान्नउन्न जाछgङान्न छविश्ा९ KON বাণিত শিবের নিকট হতে অজনের ‘পাশাপাত’ অস্ত্ৰলাভ কাহিনী এই কাব্যের মািল বিষয়বস্তা ) । ২৭. জ্ঞাতসারে অশোভন কিছ: করিনি ; লোকে কি বলবে তা লোকই জানে । ( দ্র, শ্ৰীহষী রচিত 'নৈষধচরিতম’ নবম সাগ, শ্লোক ১২৩ ৷৷ ২২টি সগে এই কাব্য রচিত । মহাভারতের নল-দময়ন্তীর উপাখ্যানই এই কাব্যের উপজীব্য । খীশটীয় দ্বাদশ শতকের শেষাধে এই কাব্য লিখিত হয় ) { ২৮. রামপ্ৰসাদ : কবিরঞ্জন রামপ্রসাদ সেন ৷ উত্তর ২৪ পরগণার অন্তগত নৈহাটি থানার অধীন পণ্যতোয়া ভাগীরথীতীরে অবস্থিত হালিশহর গ্রামে জঙ্গম । এই গ্রামের পােবনাম কুমারহট্ট । পিতা রােমরাম সেন, মাতা সিদ্ধেশবরী। রামপ্রসাদের জন্মসাল ও মাতু্যকাল নিয়ে সংশয় রয়ে গেছে। ( দ্র, ৪ সংখ্যক উল্লেখপঞ্জিী ) । তবে যত বছর জীবিত ছিলেন। কালী-সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছেন । এ’র রচিত সঙ্গীত 'আজ বাংলার কণ্ঠে কণ্ঠে ধৰনিত, ঘরে ঘরে প্রতিধৰনিত ।’ আচাষ সনেীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “শান্ত গীতি-হারের মধ্যমণি হইতেছে। প্রসাদ-পদাবলী ।” মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের ভগবদ্ধভক্তি ও কবিত্বে মগধ হয়েই তাঁকে একশ’ বিঘে নিজেকর জমি দান করেন । প্রতিদানে “কবিরঞ্জন বিদ্যাসােদর’ নামে একখানি কাব্য রামপ্রসাদ কৃষ্ণচন্দ্রকে উপহার দেন । প্রসঙ্গত, বিদ্যাসকেদর উপাখ্যানের স্রষ্টা সংস্কৃত-কবি বররুচি ) | ( দ্র, সাধক রামপ্রসাদ f হবামী বামদেবানন্দ ; মে ১৯৮৬ ইঙ্গাব্দ সংস্করণ } । ভারতচন্দ্ৰ : ভারতচন্দ্র রায় গাণাকার । ১৭১২ ইঙ্গাখেদ ( ১১১৯ বঙ্গাব্দে ), আধনিক হাওড়া জেলার সীমান্তে ভুরশট পরগণার পোড়ো গ্রামে জন্ম । পিতা নরেন্দ্রনারায়ণ রায় । ফাসী ভাষা ও সংস্কৃত শাস্ত্রাদিতে সবিশেষ অধিকার অজািন করেছিলেন ভারতচন্দ্র । আন মানিক চল্লিশ বছর বয়সে মহারাজ কৃষ্ণচন্দ্রের আশ্রয় পান এবং মলাজোড়ে বসতি স্থাপন করেন । কৃষ্ণচন্দ্রের আদেশেই রচনা করেন। তাঁর শ্রেষ্ঠ কবিকীতির নিদশন। ‘অক্ষদামঙ্গল’ । 'বিদ্যাসকেদর’ নামেও একখানি কাব্য রচনা করেছিলেন, তবে তা রিসোত্তীণ নয়। মলতঃ, ‘অন্নদামঙ্গল’-এর জন্যই ভারতচন্দ্ৰকে ‘বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কৰি’’ আখ্যা দেওয়া হয় । কৃষ্ণচন্দ্রই তাঁকে ‘গণাকর' উপাধিতে ভূষিত করেন। ১৭৬০ ইঙ্গাখেদ (১১৬৭ বঙ্গাব্দে ) মাত্ৰ ৪৮ বছর বয়সে অষ্টাদশ শতাব্দীর শ্রেদ্ঠ এই বাঙালি কবির জীবনাবসান হয় ।