পাতা:জাতীয় সাহিত্য.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W8 छाउझ नाइएका কারণ তাঁহার সমধর ভাষা। কালিদাস ব্যতীত আরও অনেকে রামায়ণ উপজীব্য। করিয়া কাব্যাদি রচনা করিয়াছেন, কিন্তু তাঁহাদের গ্রন্হ জনসমাজে রঘবংশাদির ন্যায় আদিত হয় নাই । এই আদর-অনাদরের একমাত্র কারণ ভাষাগত প্রাঞ্জলতা এবং ভাবের সঙ্গপািণ্টতা । কালিদাস এমন মনোহারিণী ভাষায় তদীয় কাব্য রচনা করিয়াছেন যে, যে কোন সময়ে, যে কোন সমাজের লোকেই তাহা পাঠ করুক না কেন, বিমাগধ হইবে। সংস্কৃত সাহিত্যে এই ভাষাগত উৎকাষের জন্য যেমন কালিদাসের শ্রেষ্ঠতা, বঙ্গীয় সাহিত্যেও তেমনই ভাষাগত উৎকাষের নিমিত্ত কৃত্তিবাসের শ্রেমঠতা । যে ভাষা সম্প্রদায় বিশেষের জন্য গঠিত, অৰ্থাৎ কেবল শিক্ষিত বা কেবল অশিক্ষিতদিগের জন্য যে ভাষা ব্যবহৃত, ধনী নিধান, পশ্চিডত মািখ, ইহার একতরের উদ্দেশ্যে যে ভাষা গ্রথিত, তাহা কদাচ স্থায়ী বা সৰবৰবাদিসক্ষমত উৎকৃষ্ট ভাষা হইতে পারে না । সেরাপ ভাষায় নিবন্ধ গ্ৰহাদি কখনও কালজয়ী হইতে পারে না। তাহাকে প্রকৃত ভাষা বলা যায় না। তােদশী ভাষায় বিরচিত গ্রক হাদি কালের তরঙ্গে দেখিতে দেখিতে ভাসিয়া যায় ; অলপকাল মধ্যেই তাহার অস্তিত্ব বিলপ্ত হয়। যে ভাষা কোনও সম্প্রদায়-বিশেষে সীমাবদ্ধ নহে, সকল সম্প্রদায়নিৰিবা শেষে, সমাজ-দোহের প্রত্যেক শিরা-ধমনী-কৈশিকায় যে ভাষা প্রবেশ করিতে পারে, প্রত্যেক সম্প্রদায়ের লোকে যে ভাষাকে ‘আমার’ বলিয়া গ্ৰহণ করিয়া পরিতৃপ্তি লাভ করেন,-শিক্ষিত অশিক্ষিত, ধনী নিধান, পণ্ডিত অপণ্ডিত সকলে সমান ভাবে যে ভাষাকে আদর করিয়া লয়েন, তাহাঁই যথাৰ্থ ভাষা । কালিদাস সৰবতোগামিনী, সববাতো ব্যাপিনী ভাষায় গ্রহ রচনা করিয়াছিলেন। বলিয়াই যেমন তাঁহার কাব্য সকল সম্প্রদায়ে সকল সময়ে সকলের প্রিয়, মহাকবি কৃত্তিবাসও তদীয় অনবদ্য রামায়ণকাব্য সেইরূপ মাৰিব।“কালান যায়িনী, সর্ববতোগামিনী ও সবাতো।ব্যাপিনী ভাষায় রচনা করিয়াছেন বলিয়া তাঁহার রামায়ণ এত প্রসিদ্ধি লাভ করিয়াছে । যে সমাদয় কাব্যের ভাষা প্রাঞ্জল নহে, বা ভাবও সমর্পণ্ট নহে, সেই সকল কাব্যের প্রভাব সমাজে সহায়িত্ব লাভ করিতে পারে না ! ভাষা ও ভাব উভয় সম্পদে সম্পন্ন বলিয়াই কত্তিবাসের রামায়ণ কালজয়ী হইয়া রহিয়াছে । সংস্কতে কালিদাস এবং বঙ্গভাযায়। কত্তিবাস,- এই দাই জন। একই কারণে অমরত্ব লাভ করিয়াছেন । কৃত্তিবাস ও অন্যান্য রামায়ণ-রচয়িতা-কৃত্তিবাসের পরে আরও অনেক কবিযশঃপ্রাথী ব্যক্তি রামায়ণ রচনা-পৰিবাক বঙ্গসাহিত্যের অঙ্গ পরিপন্ট