পাতা:জাতীয় সাহিত্য.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कखदान SN সম্ভবতঃ পািকব বঙ্গের প্রবণ গ্রামের** রাজা ছিলেন। আন্দাজ ১২৪৮ খণ্টাব্দে এই নরসিংহ অরাজক’লাবণ গ্রাম পরিত্যাগপৰব’ক গঙ্গাতীরে বাস করিবার সংকল্পে ফলিয়ায় আসিয়া বসতি স্থাপন করেন । ফলিয়ার তখন বড় পদ্ধার দিন । কত্তিবাস নিজেই স্বীয় বংশপরিচয়ের উপলক্ষে বলিয়াছেন যে, পর্বে এখানে "মালঞ্চ” ছিল, নানাবিধ ফলের বাগান ছিল, তাই ইহার নাম হয়। “ফলিয়া” । এই ফলিয়ার দক্ষিণ ও পশ্চিম দিকে বীচিমালিনী ভাগীরথী রাজতধারায় প্রবাহিতা ছিলেন। প্রকাতির অনাবিল সৌন্দয্যের ইহা লীলানিকেতন ছিল । মন্ত্ৰি-শ্রেণীঠ নরসিংহ তাঁহার তদানীন্তন পদোচিত বিভবাদির সহিত এই মনোহর স্থানে আসিয়া একেবারে জড়িয়া বসিলেন । কত্তিবাসের ভাষায় “ফলিয়া চাপিয়া হইল। তাঁহার বসতি । ধন ধান্যে পত্র পৌত্রে বাড়িয়ে সন্ততি ॥**** ফলিয়া "চাপিয়া”। তাঁহার বসতি হইল। এই নরসিংহের পরম দয়াল পত্র গভে শিবের কৃত্তিবাসের প্রপিতামহ। গভে শিবরের পত্র মারারি ওঝা,**ীকৃত্তিবাসের পিতামহ, এক জন প্রধান কবি ছিলেন । তাঁহার কোন গ্ৰহাদির পরিচয় পাই না। সত্য, কিন্তু কবি কৃত্তিবাস কবিয়ং তাঁহাকে ব্যাস-মাকন্ডেয়াদির সহিত তুলনা করিয়াছেন । কৃত্তিবাসের নিজের উক্তিতেই দেখিতে পাই, বাল্যে তিনি প্রধানতঃ চতুৰ্ভপাঠিতে বিদ্যাভ্যাস করেন। এই চতুর্ভপাঠির শিক্ষাই তদীয় সংস্কৃত রামায়ণপাঠের সোপান । পাঠ-সমাপ্তির পর, সেই কালের প্রথা-অনসারে তিনি গৌড়েশবিরের সভায় আত্ম-পরিচয়াথ*** উপস্থিত হন । রাজা তাঁহার গণগ্রামের পরিচয় পাইয়া তাঁহাকে রামায়ণ রচনা করিতে আদেশ করেন । “তথাস্তু’ বলিয়া কৃত্তিবাস যখন সাগবেবী বাহির হইলেন, তখন সকলে "ধন্য DDS LSDBB DDB BBDBDu DBDD 0 “সবে বলে ধন্য ধন্য ফলিয়া পশিডত ৷ মনিমধ্যে বাখানি বাল্মীকি মহামনি । পণ্ডিতের মধ্যে তথা কৃত্তিবাস গণী ॥”-** বলিয়া সহস্ৰ মাখে কৃত্তিবাসের প্রশস্তি-সঙ্গীত উচ্চারিত হইল। কৃত্তিবাস স্বয়ং এই প্রসঙ্গে অনেক কথা বলিয়াছেন, আত্মবংশের বিশিস্ট পরিচয়-প্রদান করিয়াছেন । তিনি যে কত বড় বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহার পরিচয় DD DBBD DuDuS DDD DDDS MgBLL SuDuDB BBSAS DDD