পাতা:জাতীয় সাহিত্য.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

kSR छाउन नाश्ऊिg হরফে ১৮৩৩ ।” দ্র, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ১ম খন্ড পােবাধ, প, t ১২৫ টীকা-৩)। এই কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ১৮৩৩-৩৪ ইঙ্গাখেদ । দখলেন্ডর এই সংস্করণের সম্পাদনা করেছিলেন। কাব্য ও অলংকার শাস্ত্রের প্রসিােথ পন্ডিত জয়গোপাল তকালতিকার । ১৬। বটতলায় প্রথমে এবং অনেকদিন ধরে কৃত্তিবাসী রামায়ণের কার্ডগলি আলাদা আলাদাভাবে ছাপা হত । যেমন-আদিপব ১৮৩১ ইঙ্গাব্দে রামকৃষ্ণ মল্লিকের প্রেসে ছাপা হয়। মাল্য ছিল তিন টাকা। ১৮৬০ ইঙ্গাব্দের কাছাকাছি সময় থেকে সমগ্র রামায়ণ বটতলা থেকে প্রকাশিত হতে থাকে । শ্ৰীরামপাের মিশন প্রেসের প্রথম সংস্করণের পাঠ প্রামাণ্য এবং ভালো পথি থেকে নেওয়া সত্ত্বেও পরবর্তীকালের বটতলা প্রকাশকেরা সে-সংস্করণ ব্যবহার করেন। নি। (দ্র, বটতলার ছাপা ও ছবি / সরকুমার সেন, ফেব্রুয়ারি ১৯৮৪ সংস্করণ, প, ৩৬, ৫২ ; বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ১ম খন্ড পবোধ, পর ১২৫ } । ১৭. সবজনীন বিশ্ববাস যে, পদটি চন্ডীদাসের। কিন্তত 'চন্ডীদাস’ ভনিতায় যে-সকল পদের সন্ধান পাওয়া গেছে, সেগলি অকৃত্রিম নয় বলেই গবেষকদের অভিমত । ১৮. রামকথায় ‘তরণী সেন’ ও ‘বীরবাহ’ চরিত্রে কৃত্তিবাসের নিজস্ব সংযোজন । তরুণীসেন বিভীষণ-সরমার এবং বীরবাহ রাবণ-চিত্রাংগদার পত্রে । অবতীণ হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন । উভয় চরিত্রেই অবহিত যে, শ্ৰীরামচন্দ্র মন:ষ্যমাত্র নন-বিষ্ণুর অংশ । তাঁর হাতে মত্য মানেই বৈকুণ্ঠবাসের অনািমতি লাভ। বীরবাহ যন্ধযাত্রাকালে জননী চিত্রাংগদাকে সান্তবনা দিয়ে বলেছেন : SrrLLB BBBB DBBDB BBBDB DDB SEEL DDD DBDDB DD DBBBD DDDD S তরুণীসেনের যন্ধযাত্রায় সরমা পত্রকে উৎসাহ দিয়ে বলেছেন : “তমি গিয়া রামের চরণে করা স্ততি । ... শ্ৰীীরাম মনষ্যে নহে গোলোকের পতি।” উত্তরে তরণী সেন বলেছেন : "বিফ-অবতার রাম আমি ভাল জানি । / তথাপি করিব। যন্ধে ভেবেছি নিৰ্য্যাস। / মরিলে রামের হাতে গোলোকে নিবাস।” কৃত্তিবাসের এই সন্টি এত জীবন্ত হয়েছিল যে, প্রায় তিন শতাধিক বিষ পরে দাশরথি রায় সেই সত্রে লিখলেন পাঁচালী-পালা “তরণী সেনা-বধ’ । ( দ্র, কলিকাতা বিশববিদ্যালয় প্রকাশিত দশরথ রায়ের পাঁচালী / ডঃ হরিপদ চক্রবতী সম্পাদিত, প, ৪৩৬-৪৪৪ } । এবং কিমিদাধিক পৌনে চারশো বছর