পাতা:জাতীয় সাহিত্য.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\სტ8 জাতীয় সাহিত্য DBDDB S BDD BDDDB BDDDD DDBBK DBBDBDSS gBBSBB BBBD SKSDDD যায়-মাল বক্ষের কিছই হয় না। সোজা কথায় ইউরোপের নানা কারকোষ'- খচিত সকেদর ফ্লেমে তিনি ভারতীয় ছবি বাঁধাইয়াছেন । জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা দেশান্তর হইতে গ্রহণ করা কত্তব্য ; কিন্তু জাতীয় কবিতাও যদি বিজাতীয় ছাঁচে ঢালাই করিতে হয়, তবে আর রহিল কি ? এরােপ দণ্ডকায্যের ফল জাতীয়তার ক্লামিক ধবংস । মহাকবি মধ্যসদন সে পথে যান নাই । তিনি ইউরোপের অমিত্রাক্ষরে t DBB BDDBBDB BDDBYYS SDD BDBD sEBBD DBBD uDDS ছিলেন, বঙ্গের কবিতাকে মদালসার** পরিবত্তে বীরাঙ্গনার ভুষায় ভূষিত করিতে মনস্থ করিয়াছিলেন,-কৃতকায্যও হইয়াছেন । নাটকপ্রহসনাদি সম্পবন্ধে তাঁহার সাফল্য তাঁকের বিষয় হইলেও অমিল্লচ্ছদের সম্পকে তিনি যে নব যাগের প্রবত্তন করিয়া গিয়াছেন, তাহা সৰবৰ্ণবাদসক্ষমত। মধ্যসাদনের পকেব বঙ্গভাষায় অমিত্ৰচ্ছন্দ অন্যভাবে কদাচিৎ পরিদর্ট হইত বটে, কিন্তু তাহার কোনরাপ আকষণী শক্তি ছিল না। মধ্যসাদনের যে কহ্মবানাদে বঙ্গসাহিত্য গগন মখরিত, তাহার এক ভগ্নাংশও ঐ সব প্রাণহীন কবিতায় খাজিয়া পাওয়া যাইত না । শােধ তাঁহার নয়নের নহে, তাঁহার কবিতার "হিরন্ময় জ্যোতিতে”ও** বাঙ্গালা ভাষা চিরদিনের মত জ্যোতিৎমতী হইয়া রহিয়াছে । তাঁহার কায্যে এবং কবিতায়, উভয়ত্রেই একটা উৎকট আবেগ দেখিতে পাই । কাষ্যক্ষেত্রে যেমন তিনি কদাচ জড়তার অধীন হইতেন না, কখনও এক ভাবে একটা বিষয় লইয়া থাকিতে পারিতেন না,-সবদাই চাহিতেন, যাহা করিতেছেন তাহা ছাড়া আরও একটা কিছ-কবিতার ক্ষেত্রেও তদুপ। যখন যেখানে গিয়াছেন, ভালমন্দ যেমন অবস্থাতেই পড়িয়াছেন, তাঁহার হৃদয়ের টান। কিন্তু কবিতার প্রতি সন্মাবদাই সমান। কোন কারণে, কোন অবস্থাতেই তাহার ন্যূনতা ঘটে নাই । বরঞ্চ বাহ্য বিশওখলা, সাংসারিক অস্বাচ্ছন্দ্যের মধ্যে কবিতার সেবায় তিনি অধিকতররূপে নিবিষ্ট হইতে পারিতেন। আত্মসত্তায় তাঁহার প্রভুত বিশ্ববাস ছিল, তাই যখন একটা নািতন কিছন করিতে আরম্ভ করিতেন, তখন দঢ়তার সহিত বন্ধ-বান্ধবকে তাহার সাফল্যের কথা বলতেন। মাইকেল সর্বপ্রথম যখন চতুর্দশপদী কবিতা লেখেন,** তখন তিনি প্রথম কবিতাটি তদীয় প্রিয় ও অকৃত্রিম সািহদ রাজনারায়ণ বসকে পাঠাইয়া লিখিয়াছিলেন : "What say you to this, my good friend? In my humble