পাতা:জিজ্ঞাসা.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫితి ఫి জিজ্ঞাসা বৎসর বৎসর দেখিয়া আসিয়াছি, স্বৰ্য্যদেব বিষুবসংক্রমণ করিবামার দিন রাত্রি অমনি সমান হইয়া যায় ; তখন শনিশুক্রসঙ্গম ঘটিলে সাইবারিয়াতে ভূমিকম্প ঘটিবে, ইহাতে বিচিত্র কি ? আবার চক্ৰোদয়ে সমুদ্রের বক্ষঃ ষ্ফীত হইয়া উঠে, ইহা যখন কালিদাস হইতে কেলবিন পৰ্য্যস্ত সকলেই নিৰ্ব্বিবাদে স্বীকার করিতেছেন, তখন সেই চন্দ্র বৃহস্পতির সমীপস্থ হইলে লুই নেপোলিয়নের দৌহিত্রের শিরঃপীড়া কেন না ঘটবে ? একটা যদি সম্ভব হয়, আর একটা অসম্ভব কিসে হইল ? বিশেষতঃ মহাকবি ক্ষেপীয়র যখন বলিয়া গিয়াছেন, স্বর্গে ও মর্তো এমন জিনিষ কত অাছে, যাহা মানবের জ্ঞানাতীত ! বাস্তবিকই স্বর্গে ও মর্ত্যে এমন কত বিষয় আছে, যাচা মানবের পক্ষে স্বপ্নাতীত । বিজ্ঞানশাস্ত্রের আলোচকগণ যে তাছা না জানেন, এমনও নয় স্বৰ্গ পর্য্যস্ত যাইতে শুইবে কেন, এই মর্ত্যেই দেখ, প্রীষ্টলি ক্যাবেণ্ডিশ লাবোয়াশিয়ের সময় হইতে একশত বৎসর কাল আমরা রসায়নগ্রন্থে মুখস্থ করিয়া আসিতেছিলাম, আমাদের বায়ুমণ্ডলে গোটা পাচেকের বেশী বায়ু নাই ; কিন্তু দেখিতে দেখিতে এই কয় বৎসরের মধ্যে সেই চিরপরিচিত বায়ুমণ্ডলে অচিন্তিতপূৰ্ব্ব, অননুভবনীয় ছত্রিশ গণ্ডা নুতন বায়ুর অস্তিত্ব বাহির হইতে চলিল, এবং পৃথিবীর যাবতীয় রসায়ন গ্রন্থের নুতন সংস্করণ আপ-টু-ডেট রাখা ন ন সমস্ত হুইয়। উঠিল ; দশ বৎসর আগে ইহা কে ভাবিয়াছিল ? বিধাতা অত্যন্ত যত্নের সহিত মনুষ্যের বীভৎস অস্থি কঙ্কালকে মোলায়েম স্বচক্কণ ত্বকের আবরণের ভিতর সঙ্গোপনে রাখিয়া পেলার ও তাঙ্গর শিষ্যগণের নিকট দূরদর্শিতার ও সৌন্দর্য,বুদ্ধির জন্ত কত বাছবা পাষ্টয়া আসিতেছিলেন , সহসা ক্রুক্স টিউবের ভিতর হইতে নুতন রশ্মি বাহিরে আসিয়া সেই ভীষণ কঙ্কালকে নয়নগোচর করিয়া দিবে, তাহাই বা কে জানিত ? -