পাতা:জিজ্ঞাসা.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৬ জিজ্ঞাসা কুঠরিতে কত কোটি কোটি বায়ুর অণু আছে। প্রত্যেক অণুই ইতস্ততঃ বেগে ছুটিতেছে ; সে বেগই বা আবার কি ভয়ঙ্কর ! যে বায়ু লইয়া আমরা গৃহপূর্ণ করিয়াছি, তাহার বেগ প্রতি মিনিটে প্রায় কুড়ি মাইল । আমাদের রেলের গাড়ী ঘণ্টায় ত্রিশ চল্লিশ মাইল হিসাবে চলে ; আর এই বায়ুকণিকাগুলি মিনিটে প্রায় কুড়ি মাইল, ঘণ্টায় প্রায় বারশ মাইল বেগে ছুটাছুটি করে। আবার উষ্ণতা যত বাড়ে, এই বেগও ততই বাড়ে । মনে করিও না, যে সকল অণু ঠিক একই বেগে চলে। উপরে যে মিনিটে বিশ মাইd বেগের কথা বলিলাম, তাহা একটা গড় হিসাবে । কোন অণু হয়ত বিশ মাইলের অনেক অধিক বেগে ছুটিতেছে, কোনট হয়ত বিশ মাইলের অনেক কম বেগে ছুটিতেছে । তবে সকলের বেগ গড়ে বিশ মাইল। উষ্ণতাবৃদ্ধিসহকারে বেগের এই গড়টা বাড়িয়া যায় ও উষ্ণতা কমিলে গড়টা কমিয়া যায় মাত্র । এখন মনে কর, এই বায়ু একটা কুঠরিতে আবদ্ধ আছে ; ও তাহার কোটি কোটি অণু গড়ে বিশ মাইল হিসাবে প্রতি মিনিটে এদিক ওদিক ছুটিতেছে, কুঠরির দেওয়ালে ধাক্কা দিতেছে ও ধাক্কা পাইয়া আবার অন্ত মুখে ছুটতেছে । বেগ গড়ে বিশ মাইল ; কাহারও বা বিশ মাইলের বেশী, কাহারও বিশ মাইলের কম ; গড়ে বিশ মাইল । এখন মনে কর, আমাদের ভূতটি সেই জানালার কাছে বধিয়া আছেন এবং ইচ্ছামত জানালা খুলিতেছেন বা বন্ধ করিতেছেন। র্তাহার দেহখানি অতি সূক্ষ্ম ; দেবযোনি কি না ! তাহার ইক্রিয়নিচয়ও তদ্রুপ স্বল্প অনুভূতিবিশিষ্ট। আমাদের কি সাধ্য যে বায়ুর অণু পরমাণু লইয়া কারবার করি ? কিন্তু সেই স্বক্ষদেহ পিশাচ তাহার তীক্ষু দৃষ্টিতে প্রত্যেক অণুর গতায়াত পৰ্য্যবেক্ষণ করেন, এবং ইচ্ছা করিলে প্রত্যেক ক্ষুদ্র অণুকে তাহার ক্ষুদ্র অঙ্গুলি দ্বার চাপিয়া ধরিতে পারেন। এখন