পাতা:জিজ্ঞাসা.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミb〜 জিজ্ঞাসা তিনি মনে করিলে যে কোন দ্রব্যের দ্রুতগামী গুলিকে একধারে ও মন্দগামী অণুগুলিকে অন্ত ধারে গোছাইয়া রাখিয়া এক ধার তপ্ত ও অg ধার ঠাণ্ডা করিতে পারেন। তিনি ইচ্ছা করিলে শক্তির অপচয় নিবারণ করিয়া জগদ্যন্ত্রের বর্তমান বিধানটাই বিপৰ্য্যঞ্চ করিয়া দিয়া ব্ৰহ্মাণ্ডের পরমায়ু যথেচ্ছ পরিমাণে বাড়াইয়া দিতে পারেন। এই দেবযোনি ক্লার্ক মাক্সওয়েলের মানস-পুত্র ব্ৰহ্মার মানসপুত্র হইতে জগতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটিয়াছে। কিন্তু এই অধ্যাপকের মানস-পুত্র, ব্ৰহ্মা আমাদের যে উপকারটুকু করেন নাই, তাহা সম্পাদনে সমর্থ"। কিন্তু দুঃখের বিষয়, এই দেবযোনিটির সহিত কুটুম্বিত সংস্থাপনের ও তাগর বশীকরণের উপায় অদ্যপি আবিষ্কৃত হয় নাই ; আবিষ্কারের সস্তাবনাও দেখা যায় না । সুতরাং আমরা যে তিমিরে, সেই তিমিরেই রহিয়া গেলাম। প্রতীত্যসমূৎপাদ দুঃখ-ব্যাধি-প্ৰপীড়িত চিরাতুর জীবলোকের ব্যাধিপ্রমোচনের জন্ত ভগবান শাক্যকুমার সিদ্ধাৰ্থ বৈদ্যরাজের স্বরূপে উৎপন্ন হইয়াছিলেন, মানবজাতির তৃতীয়ংশের অদ্যাপি এইরূপ বিশ্বাস । চিকিৎসকেরা নিদান-শাস্ত্রে রোগোৎপত্তির কারণ নির্ণয় করেন । দব-ব্যাধিপ্রমোচক জ্ঞানদয়াসিন্ধু বৈদ্যরাজ বোধিদ্রুমমূলে বুদ্ধত্বলাভের সময় জীবব্যাধির কারণ স্বরূপ স্বাদশটি নিদানের আবিষ্কার করিয়াছিলেন । এই নিদানতত্ত্বের নাম প্রতীত্যসমুৎপাদ । স্বাদশটি নিদানের নাম যথাক্রমে এই ;–অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, ষড়ায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণ, উপাদান, ভব, জাতি ও জর-মরণ । 4. এই নিদানতত্ত্বের বা প্রতীত্যসমুৎপাদের ব্যাখ্যা লইয়া বিবিধ