পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v. -- জ্ঞান লুথাকয় । । (যথা) মৃত শরীর মুৎ সূক্ষ্য কণ্ঠ লোষ্ঠ সম ক্ষিতে। বিমুখী বান্ধব যান্তি ধৰ্ম্মন্ত মনুগঙ্গতি ॥ । ৰান্ধবের ক্ষিতিতে কাষ্ঠ লোষ্টের সমান মৃত শরীরকে ত্যাগ করিয়া বিমুখ হইয় গমন করেন, কিন্তু ধৰ্ম্ম সেই মৃত ব্যক্তির অনুগমন করেন ৷ - তম্মাদ্ধৰ্ম্ম সহায়ার্থ নিত^সঞ্চিমুয়াং শনৈঃ। ধৰ্ম্মেণ হি সহায়েন তম স্তরতি দুষ্করণ ॥ সহায়ের নিমিত্ত নিত্য অল্পে অল্পে ধৰ্ম্ম সঞ্চয় কয়, যে হেতুক ধৰ্ম্ম সহায় দ্বারা দুষ্কর তম হইতে উৎৰ্ত্তীর্ণহয় । তিনি এক দিৱস পরম সুশোভিত সভা মধ্যে উপবেশন করিয়া পণ্ডিতগণের সহিত ধৰ্ম্ম শান্ত্র আলোচনা করিতেছেন, এমত সময়ে এক দরিদ্র দ্বিজ অতিদীন হীনের ন্যায় সভামধ্যে প্রৰিষ্ট হইয়ণ রাজাকে আশীন্দ্রিধান পূৰ্ব্বক কহিলেন, ছে মহারাজ ! আমি অতুল ঐশ্বৰ্য মনে মত্ত হইয়া পৰিত্ৰ পীযুষ স্বরূপ বিদ্যা রসকে ঘৃণা করিয়াছিলাম, এই হেতুক আমার এতাদৃশী অবস্থা ঘটিয়াচ্ছে, আপনি আমার এরূপ রূপ দেখিয়া ঘৃণা করিবেন না, এক্ষণে পরম ধাৰ্ম্মিক সন্নিধানে উপদেশিত ছুইয়া ধৰ্ম্ম পথে পদ সঞ্চার করণে মনস্থ করিয়াছি, কিন্তু পূজার উপহাৱাদি কুপ্রাস্তে দুই দিবস ঈশ্বর অাঁরাধনায় শক্ত হইনাই অতএব অদ্য আমাকে অতিথি করণে অঙ্গীকার করুন; পরম ধাৰ্ম্মিক নৃপবর অপেন জন্তঃকরণে এইরুপ বিৰেচনা করিলেন:is: