পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানসুধাকর । - * ( যথা ) দুৰ্জ্জঃ প্রিয় বাৰীচনৈতদ্বিশ্বাস কারণ"। মধুতিষ্ঠতি জিহাগু হৃদি হালা হল বিষ । দুৰ্জ্জন অথচ প্রিয় বাদী এমত লোক প্রত্যয়ের স্থান নহে, যেহেতুক তাহাদের জিহ্বাগ্রেতে মধু ও হৃদয়েতে হলাহল বিষ আছে ৷ এই জন্য আমি কহিত্ত্বেছি হে মান সিপাহ ভূমি আমার্কে মৈত্রত রূপ পরমধন প্রদান কর । উগ্রসেনের এই ৰূপ প্রচুর প্রণয় সম্ভাষণে আমি.তাহার সহিত সখ্য করণে স্বীকার করিলাম, তদনন্তর উভয়ে একত্রিত হইয়া প্রণয়-রস-প্রপূরিত পবিত্র মুখাকরলাগরে যখন নিমগ্ন হইতেছি, এমত সময়ে বNশ-ধ্ব^স-কারী প্রিয়-প্রাণহারী বীরভদ্র নামক আমার মুখ-পুত্র তথায় হটাৎ আগমন করিয়া আমার কেশ৷ কর্ষণ পূৰ্ব্বক ভয়ঙ্কর মকুল দুঃখ-সাগরে নিক্ষেপ করিলেক । বিজয়দত্ত্ব নরপতি কহিলেন হে সথে ! তুমি কিকারণে ভয়ঙ্কর দুঃখে পতিত হইলুে বিশ্নরণ বল, তখন মান লি৭হ মিত্র-বাক্য শুবণ করিয়া কহিতে আরম্ভ করিলেন, হে মিত্র ৮ তবে আমার হৃদয়-বিদারক দুঃখ শুবণ কর । ন্যায়-পরায়ণ ধৰ্ম্মশীল উগ্রসেনের স্বহিত আমি নব-মৈত্রতা সম্বন্ধ-বন্ধন পূৰ্ব্বক্ল হাস্য পরিহাস ক্রীড়া কৌতুক করিতেছি, এমত সময়ে অামার মুখ-পুত্র বীরভদ্র অথায় উপনীত হইল, এৰ৯ আমার মিত্ৰ উগ্রলেনের প্রতি বিকটাকার কটাক্ষপাৎ করিয়া কহিলেক, ‘ওরে উদাসিন আগত মনুষ্য তোর বাড়ি কোথারে, তুই, এই দুদিনে আমার ঘরে কেন এলি, তোর কি ! স্বর নাই,” এই অপৰ্কষ্ট ভীষণ-ভাষণ পুৰণ করিয়া মিত্র