পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানসুধাকর । १ ७ যখন বন্য-পশুর অভ্যাস প্রতাপে আপনাপন দুস্ত্যাজ্য চিরসঞ্চিত স্বভাব অনায়ালেষ্ট পরিত্যাগ করে, তখন মানৰ-শিশুরা, যে ঈশ্বরদত্ত ধারণ-শক্তি বিদ্যমানে সশসগাদি দোষ গ্রহণ করিবে, তাছার সন্দেহ কি ? এবিষয়ের একটা উপাথ্যান কহিতেছি হরিদত্ত শ্রবণ কর । দ্রাবিড়দেশান্তঃপাতি কৌশাম্বি নগরে এক বিপ্ল বিবিধবিদ্যা-বিশারদ হইয়া স্কোপাজিত বিদ্যার অনুশীলনে সচেষ্টিত হইলেন; কিন্তু সেই বিপ্র এমৎ ব্যয়-কুণ্ঠ ও ধন-লোভী ছিলেন যে তাহার অতুল পৈতৃক সমৃত্ত্বি থাকাতেও তিনি যাত্র ও উপাসন দ্বারা অহরহ আত্মোদর পরিপূরণ করিতেন। একই অর্থোপায়ের নিমিত্ত অপমান ও অধৰ্ম্ম কিছুমাত্র বিবেচন। করিতেন না । তাহার মনোমধ্যে সব্বদা ইহাই যাগরুক থাকিত ( যথা ) যস্যাখান্তস্য মিত্রানি যস্যাগস্তিস্য বান্ধবাঃ। যস্যার্থঃ সপুমানলোকৃেষস্যার্থীঃসৃহুিপণ্ডিতঃ৷ যাহার ধন আছে, তাহার সকল লৈাক মিত্র ; যাহার ধন আছে, তাহার সকল লোক বান্ধব ; যাহার ধন আছে, লোকের মধ্যে সেই পুরুষ ; যাহার ধন আছে, সেই পণ্ডিত ৷ সেই ধন-লেভি-পণ্ডিত সমিধানে ধৰ্ম্মদাস নামক এক দ্বিজ-কুমার শাস্ত্ৰাধ্যয়ন করিতেন । তিনি বহু আয়াস ও পরিশ্রম স্বীকার করিয়া নানা শাস্ত্রের পারদর্শী হইয়া ছিলেন ; কিন্তু স্বশিক্ষকের সহিত বহ-কাল সহবাস হওয়াতে তিনিও মাতিশয় ধন-লোভী কুইয়া উঠিলেন ।