পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞান সুধাকর । ᎼᎼ অতএব পরম-সুখদায়ক ধনলাভে কোন বিবেচনার প্রয়োজন, নাট, প্রাপ্তি মাত্রই গ্রহণ করা কর্তব্য । রাজা মন্ত্রিকে কহিলেন, সেই ব্ৰাহ্মণের অন্ডত ব্যাপার শ্রবণ কর । সেই স্বল্প-লোভী ধৰ্ম্মদীয় ধৰ্ম্মাধমের কিছুমাত্র বিচার না করিয়া অধৰ্ম্মেতেই মনোনিবেশ করিলেন । তিনি ক্ষণকালও চিন্তা করিলেন না যে সেই মণিকার তাহাকে মৃত্যু-মুখ হইতে ত্ৰাণ করিয়া পুত্রবৎ প্রতিপালন করিতেছেন, এবণ একান্ত চেষ্টায় সৰ্ব্বদা শুভাকাডুী হইয়াছেন । সেই লোভান্ধ বিপ্ল অব্যাজে অনায়সেই বহুমুল্য,মণি মাণিক্য হীরকাদি প্রচুর ধন অপহরণ করিয়া পলায়ুন করিলেন । সেই ধনাপহারী অধাৰ্ম্মিক-বিপ্র পথিমধ্যে অপরিসীম আনন্দ অনুভব করত আপ্লনি আপনাকে কহিতেছেন, আদ্য আমি ধনী মান্টু সুখী হইলাম, আমি যে অতুল-সল্পত্তি স^গ্ৰহ করিয়া গৃহে গমন করিতেছি, "ইহাতে জন-সমাজে মান্য হইয়া চিরকাল সুথে কাল যাপন করিব। এক্ষণে সৰ্ব্বাগ্রে আমার বাল-যোগ্য রম্য-কুট্টালিকা প্রস্তুত করা উচিৎ, ইত্যাদি বহুবিধ বিষয়ে উৎসাহিত হইয় অপহাৰ্য্য বস্তু সকল্প মনের সুথে পুনঃপুন ঈক্ষণ করিতেছেন ; তথায় অনতি দূরস্থিত দমু্য-দল ভািহ অবেক্ষণ করিয়া বিপ্রের অনুগমন করিতে লাগিল । যখন সেই ধৰ্ম্ম দাস নিতান্ত নিৰ্জ্জনে উপনীত হইলেন তখন পশ্চাৎ গামী চৌরের অধাৰ্ম্মিক ধৰ্ম্মদাসের কেশাকর্ষণ পূর্বক ধরাতলে পাতিত করিলেক, এব৯ তাহাকে গুরুতর-আঘাৎ করিয়া পরিধেয় পরিচ্ছদ পর্য্যন্ত অপহরণ করিয়া পলায়ন করিল। ব্রাহ্মণ ধন-শোকে ভূমি লুণ্ঠন করুত ৰক্ষে কুরাঘাত পুৰুক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন । , * , , - , ধন-শোকে ধৰ্ম্মদাস জ্বল-হীন মানের ন্যায় ব্যাকুল হইতে