পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ : জ্ঞান সুধাকর । ছেন, এইকালে সেই মণিকার ধনাপহারকের সমুচিত-দণ্ড বিধানার্থ রাজসমীপে যে বিচারের প্রার্থিত হইয়াছিলেন তাহাতে শাসনকৰ্ত্তার অনুশাসন দ্বারণ ত্রি"শৎ পদাতিক তথায় উপনীত হইল, এব^ তৎক্ষণাৎ ব্রাহ্মণের গল হন্তে বন্ধন করত জীবনান্ত কারাগারে রুদ্ধ করিলেক । তথন সেই ধৰ্ম্মদাস চির-সঞ্চিত লোভ-বৃক্ষের অনুরূপ ফল ভোগ করিয়া অনুতাপ-জনিত বিষম যন্ত্রণায় পতিত হইলেন, এব^ তাহার উত্তরোত্তর জ্ঞান-প্রভা প্রকাশ পাওয়াতে তিনি এইরূপ বিবেচনা করিতে লাগিলেন 1, (যথা) অবিচারেষু কাৰ্য্যেযু যদি বুদ্ধ প্ৰবৰ্ত্ততে। তদা পায়ো ভবেত্তসrনিত মেব নস^শয়ঃ।। যদি অবিচারিত কর্য্যেতে বুদ্ধি দ্বারা প্ৰবৰ্ত্ত হয়, তবে সেই ব্যক্তির প্রতিদিন অমঙ্গল হয়, তাহার সন্দেহ নাই । আমি যদি অগ্রে ইহা বিবেচনা করিতাম, এব^ নীচ-প্রবৃত্তি লোভের বশীভূত না হইত্নম, স্তৰে কি অকূল অনুতাপ সাগরে নিমগ্ন হইতাম ? অামার কি অজ্ঞানতা ও মুখত প্রকাশ পাইতেছে । আমি সাধুজন-তুচ্ছাকৃত লৌকিক ধনের লোভে মুগ্ধ হইয়। পরম-পবিত্র সাধু-সেবিত ধৰ্ম্ম-ধনে বঞ্চিত হইলাম। যদি আমার অন্তঃকরণ-প্রভূত-পরিশ্রমোপাৰ্জ্জিত বিদ্যারূপ লোপানে আরোহণ পুত্ৰক পুনঃপুন বিশুদ্ধ-ধৰ্ম্ম সমীপে গমন কুরিত, এব৯সেই অমূল্য অক্ষয় ধন প্রাপ্ত হইয়া সন্তোযে অবস্থিতি করিত; তবে কি আমি সামান্য ইক্ষু দণ্ডের লোভে সাধুগণ-প্রাথিত অমৃত-ভাণ্ড হারাইতাম?