পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

吕戏 জ্ঞানসুধাকর । একদা মাধবাচার্য্য, রাজতনয় চন্দ্রচূড়কে কহিলেন, হে পবিত্র-মেধাবি-চন্দ্রচূড় ! অন্মদ্বাক্য হৃদযঙ্গম কর; ইহাঙে ত্বদীয় বিদ্যা ও বুদ্ধির উত্তরোত্তর উন্নতি হইবেক, তাহার সন্দেহ নাই । কেবল বিবিধ-বিদ্যা-পারদুর্শী হইলেই যে মানৰ-শরীর ইষ্টতে ভুম ও অৰিবেকত একবারেই নিদ্ৰাসিত হইয়া দূরে পলায়ন করে এমৎ কোন ক্রমেই নহে, অতএব সুবিচক্ষণ ও বিদ্বান জন-গণের সহিত সম্ভাবে আলাপ ও স্বকীয় মত নিরন্তর পর্য্যালোচনা কর কৰ্ত্তব্য । এষ্ট রূপ অহরহ আলোচন। দ্বারা খ্ৰীয় ক্ষুদ্র-বুদ্ধি হেত্তক নিজ কল্পনার প্রতি অনুরাগ ও আত্মশ্লাঘ ইত্যাদি বহু বিধ, মহান দোষ স^শোধন হইয়। থাকে, এব৯ সভ্যতা ও অভিজ্ঞতা লাভ হইয়া থাকে । দেহীমাত্রই নানা দোধের আকর; কিন্তু যিনি অভিজ্ঞতা ও সভ্যতা লাভ, করিয়াছেন তিনিই মহান ও সাধু । সাধুলেংকের অনর্থকর দোষের দমন করণে নিরন্তর তৎপর, এব৯ সদণ উদ্বীপনে একান্ত সচেষ্টত হয়েন, হি৭লাদি গুরুতর দোষ তাছাদের চিত্ত-ভূমিতে পরিবস্থিত হইয়া কোন ক্রমেই প্রকাশিত হইতে পারেন। বরং পবিত্র সুধামষ দয়া-রসে সদত অন্তঃকরণ নিমগ্ন হইয়া থাকে। দয়াrগুণের কি আশ্চর্ষ্য মহিমা! যাহার অন্তঃকরণে দয়tষণের পঞ্চার থাকে তিনি অনিৰ্ব্বচনীয় গোপম সুখ-ভোগে অবিরক্ত পরিতৃপ্ত হন, এ৭ অহঙ্কার শিলাটি ভীষণ দোষ গৰুদ ভাষার সমীপৰঞ্জি হইতে পারে না । ক্ষণে জ্ঞানীড়িলামী চন্দ্রচূড় জিজ্ঞাসা