পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানসুধাকর । 8 ○ করিলেন হে জ্ঞানদাত পরম-মঙ্গলাকয় পরমেশ্বর মানবশরীরকে,দয়া-গুণ প্রদান করিয়া মানৰগণের কিরুপ কুশল গল্পাদন করিয়াছেন তাহ শ্রবণার্থ আমার অতিশয় অভিলাষ জয়িতেছে; অতএব আথনি কৃপাকুম্বন পূর্বক অন্মদাদির অজ্ঞান-তিমির বিনাশ করণে মনন করুন । মাধবাচার্য্য এই স্বাক্য প্রবণ করিয়া কহিতে আরম্ভ করিলেন । পরের দুঃখ বিমোচনে প্রবৃত্তি হক্টৰার নিমিত্ত জগদীশ্বর মানব-জাতিকে দয়া দিয়াছেন । সমস্ত গুণপেক্ষা দয়া অতি প্রধান গুণ । যদি ধরাতলে, নরজাতিকে দয়াগুণ প্রদান না করিতেন তবে কুত শত অনর্থ ঘটনা হইত, তাহ প্রকাশ করিয়া শেষ করিতে কেহই সমর্থ হইতে পারে না । আদৌ দয়াহীন মানবের ভক্তি প্রীতি প্রভৃতি সৎপ্রবৃত্তি সমুদায় দূরে পলায়ন করে, এব^ হি^স দ্বেষ প্রভৃতি বিপুল-রিপু তাহাকে আক্রমণ করিয়া বিবাদ বিসম্বাদ প্রভৃতি ঘোরতর অন্তভ উৎপাতে পাতিত করে। নিম্নায়িক-মানৱ-গঞ্জ এমং দুদান্ত ও ভয়ানক হয় যে সময় বিশেষে হত কুরণেও পরাজুখ হয়না । এমখ আচারের প্রচার থাকিলে কি কেহ কথন সুখ-ভাজন হইতে পরিতেন ? এই জীৱ-পূরিত-অবনী মধেম মনুষ্যগণ যে” নানাবিধ সুখ সম্ভোগ করিতেছেন বিবেচনা করিতে হইলে দয়াই তাহার অদ্বিতীয় মূল কারণ বোধ হয় । এই নিৰ্ম্মল-সুখকর-পৰিত্ৰদয়ার প্রভাবে সকলে পুত্র কলত্রাদি পরিবার প্রতিপালনে ব্যাশক্ত হইতেছেন ও দীন দুথি রোগিগণের মনোবৃত্তি চরিতার্থ হইতেছে, এব^ বিপন্ন-ব্যক্তির বিপদ-বিমোচনে কৃতাৰ্থ হইতেছেন; দয়া ব্যতিরেকে,এম কোন বিষয় সমন্ন হুইবার সম্ভব নহে। অতএব যখন জগদীশ্বর সমন্ত গুঞ্জসাধনার্থ মনুষ্য-জাতুিকে দয়। রূপ শ্রেষ্ঠ গুণ প্রদান করিয়াছেন,