পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** এক ভদ্ধচন্দ্রাকৃতি রেখা দেও। ঐ রেখা উত্তর কেন্দ্রীয় মণ্ডল জমি না । পরে দক্ষিণদিগে ঐ রূপ জায় এক রেখাস্বরূপ মণ্ডল দিয়া পৃগিধীর নির্গত শালঙ্কে দক্ষিণদিগে সাড়ে তেইশ ক্রম বক্র কর । এৰণ ক খ গ ঘ প্রভৃতি আপন পথস্বরূপ বর্ণানুসারে বাকাররূপ পৃথিবী স্বীয় ভালে তিন শত সওয় পয়ষট্টি বার সূক্ষারকে অর্থাৎ সূৰ্য্যকে প্রদক্ষিণ করে । এরপ২ পৃথিবীর সমস্থ পথে কেন্দ্র সাড়ে তেইশ ক্রম দক্ষিণদিগে বক্র হয় এমত দিলে চনা করিলে অতি স্বল্পষ্ট হয় । পৃথিবী সকাঠে থাকিলে স্বীয় উত্তর ংকন্দ্রের রেখার সমস্ত ভাগ দীপ্তিতে ধ্যাপ্ত হয়, এব৪১ সাকার বিষুবরেখা অবধি য কার উত্তর ক্ষ্মে পর্যন্ত উত্তরীয় স্থান সকল অন্ধকার অপেক্ষ। অনেক দ"ণ্ডে বিদ্যমান থাকে। অতএব পৃথিবী আপন আলে ভূমণ করলে এই সকল স্থানের দিবস রাত্রি অপেক্ষ বড় হয় । এৰণ সূর্য যজ্ঞ কেত্রের পর পার্থে দীপ্তি করে তত বিষুবরেখাহইতে দূরবন্ধী যু! কেনল মকার স্কুপ বিষুবরেখাহইতে বকার যত্ন দূর উত্তর কেন্দ্রহইতে খকারও তত দূর ; এই উভয়ের দয়ত্ব সাড়ে তেইশ ক্রম হয় | আষাঢ় মাসের দ্বাদশ দিবসে দিন: বৃদ্ধির সীম? কালে পৃথিবীর এই রুপ স্থিতি জানিব। আর মকরন্থ ইতে সাড়ে তেইশ ক্রম উত্তরে বকরিস্থানে ভূগোলবেষ্টক বলয়াকার মণ্ডল করিয়া বিষুবরেখার সমান রাখ। তাহাতে লকার রেখানুসারে বকারের উপরে সূর্য থাকিলে বিষুবরেখাহইতে উত্তরে আর কিছু যাইতে পারে না । কিন্তু বকার হইতে ফিরিয়া দক্ষিণে যায় এমন প্রত্যয় হয়। এই জন্যে বকারের মণ্ডলকে সূর্যের উত্তরায়ণের সীমা ৰল। যায়, অর্থাৎ বিষুবরেখাহইতে সূয্যের অতি দূরত্বের শেষ