পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯNS)Q· কারণ আছে । ঐ দ্বিতীয় পত্রের প্রথম চিত্রদ্বারা আমরা তাহ। ল্পষ্ট করিৰ। পৃথিবীর মণ্ডলাকার পথের সকলদিগের পরিসর তারাগণের দূরবর্বিত্বের সহিত উপমিত করিলে এক বিন্দুমাত্র ৰোধ হয় । ফলতঃ যদি ১৯০০ ০০ ০০ ক্রোশ পরিসর বিশিষ্ট-ভূগোল হয় তৰে তাহতে পৃথিবীর প্রদক্ষিণ পথের পরিসর সমূর্ণ হয় ; এৰ" যদি ধ্রুব তাঃ স্থিত কোন দর্শক লোককর্তৃক তাহা দৃষ্ট হয় তবে কেবল এক ক্ষুদ্র বিন্দুর ন্যায় দৃষ্ট হয়; ইহা অামি পর্ক্সে কহিফুtiছ তোমার কি মনে নাই ? এই উপস্থিত প্রস্তারে এই কথা প্রামাণ্য হইবে । শিষ্য। মহাশয়ের বাক্যে অামার কিছু সন্দেহ নাই ; তথাপি ইহার প্রমাণ পাইলে পরমায়ুদিত হই । গুরু। ভাল, তবে ইহার এই এক প্রমাণ স্তন, পৃথিবী আপন পথের যে কোন স্থানে গমন করুক ধ্রুবতার কোন এক মধ্যাহ্ন রেগা অৰধি সেই মধ্যাহ্ন রেখ পর্যন্ত গমনের যে কাল তাহা উত্তম ঘটীযন্তানুসারে সম্বৎসরের সমান হয়। আর পৃথিবীর গমন পথের পরিসর ধ্রুবতারার সহিত উপমিত করিলে যদি এক বিন্দুমাত্রও ন হইত তৰে এতদ্রুপ হইতে পারিত না । কেনন যে সময়ে কোন এক ধ্রুবতার: এক মধ্যাহ্ন রেখা অবধি সেই মধ্যাহ্ন রে থাপর্যন্ত তিন শত ছেষট্রিৰার প্রদক্ষিণ করে তৎকালে যদি ঘটীযন্ত্রেয় ভূমিকণ্টকদ্বয় দুই প্রহরাবধি দুই প্রহর পর্যন্ত তিনশত ছেষট্টিবার প্রদক্ষিণ করে এব" এগারুই পৌষে কোন ধ্রুবতার মধ্যাহ্ন রেখাতে থাকিলে ঘটnযন্ত্রের ঐ দুই ভুমিকণ্টককে দুই প্রহরের স্থানে রাখা যায় তবে এগাৱঁই চৈত্রে সে সময়ে ঐ দুই কণ্টক দুই প্রহরের স্থানে থাকে সেই সময়ে ঐ গ্রুৱতারা ঐ মধ্যাহ্ন রেখার উপরে থাকিৰে। কিন্তু