শুনে রাজা হো-হো করে হাসলেন, তারপর বললেন, ‘আচ্ছা তাই হোক, তুমি বল।’ তখন রানী বললেন—
উকুনে-বুড়ী পুড়ে মোলো,
বক সাতদিন উপোস রইল,
নদীর জল ফেনিয়ে গেল,
হাতির লেজ খসে পড়ল,
তখন সেই পিড়িসুদ্ধ তাঁকে ... [পৃঃ ৪৬
গাছের পাতা ঝরে পড়ল,
ঘুঘুর চোখ কান হল,
রাখালের হাতে লাঠি আটকাল,