পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8. টেলিমেকিস । অবলম্বন পূর্বক চলিতে আরম্ভ করিল। মুহূৰ্ত্তমধ্যে সাইপ্রস দ্বীপ দৃষ্টিবহিভূত হইল। হেজল আমাকে জিজ্ঞাস । করিলেন, টেলিমেকস ! তুমি সাইপ্রসন্ধীপবাসীদিগের কিৰূপ - আচার ব্যবহার দেখিলে ? , সেখানে আমি যে সকল বিপদে পড়িয়াছিলাম ও ধৰ্ম্মভ্রংশের যে উপক্রম ঘটিয়াছিল, তৎসমুদায় তঁাহাকে কৌশলক্রমে সবিশেষ, অবগত করিলাম । তিনি শুনিয়া বিস্মিত হইয়া কহিতে, লাগিলেন, বীনস দেবি ! তুমি ও তোমার তনয় যে আসাধারণ পরাক্রমশালী, তদ্বিষয়ে আমার সম্পূর্ণ প্ৰতীতি জন্মিল ; আমি তোমার যথাযোগ্য অৰ্চনা করিয়াছি, কিন্তু তোমার রাজ্যমধ্যে ইন্দ্ৰিয়সেবার আতিশষ্য ও তোমার উপাসকদিগের জঘন্য আচার দর্শনে আমার অন্তঃকরণে যে ঘূণার উদয় হইয়াছে, তন্নিমিত্ত : ক্ষমা প্রার্থনা করিতেছি । , - যে সৰ্বশক্তিমান আদিপুরুষ অখণ্ড ব্ৰহ্মাণ্ডের সৃষ্টি করিয়াছেন ; যিনি অনন্ত ও অবিনশ্বর জ্ঞানস্বৰূপ ; যিনি অন্তৰ্যামিৰূপে সর্ব জীবের অন্তরে অধিষ্ঠান করিতেছেন, অথচ সর্ব . ক্ষণ অখণ্ড ভাবে সর্বত্র বিরাজমান রহিয়াছেন ; যেমন সুৰ্য্যদেব সমস্ত জগৎ আলোকময় করেন, সেইৰূপ যে সর্বপ্রধান সর্বব্যাপী সত্যস্বৰূপ পুরুষ বুদ্ধিবৃত্তিকে জ্ঞানালোকে সমুজ্জ্বল করিয়া থাকেন, সেই সৰ্বেশ্বরের বিষয়ে হেজল মেণ্টরের সহিত কথোপকথন আরম্ভ করিলেন। তিনি কহিলেন, যে ব্যক্তি তাদৃশ জ্ঞানালোকে বর্জিত থাকে, সে সৰ্ব্বাংশে জন্মান্ধসদৃশ ; পৃথিবীর মেরুদেশী ক্রমাগত অৰ্দ্ধ বৎসর কাল যেৰূপ প্রগাঢ়