পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV8 টেলিমেকিস। অনতিদূরে অতি মহতী জনতা অবলোকিত হুইল । তাদৃশী জনতার হেতু জিজ্ঞাসা করাতে, ক্রীটনিবাসী নাসিক্রেটিস নামে এক ব্যক্তি অবিলম্বেই . আমাদের কুতুহল শান্তি করিলেন । তিনি কহিতে লাগিলেন, ডিউকেলিয়নের পুত্ৰ, মাই নসের পৌত্র, আইডোমিনিয়াস, গ্ৰীসদেশীয় অন্যান্য নরপতিদিগের সমভিব্যাহারে যুদ্ধার্থে ট্রয়নগরে গমন করিয়াছিলেন। ট্ৰয় নিপাতিত হইলে পর, তিনি স্বদেশে প্ৰত্যাগমনার্থ যাত্ৰা করেন ; কিন্তু পথিমধ্যে এমন প্রবল বাত্যা উত্থিত হইল যে, পোতস্থিত সমুদায় ব্যক্তিই স্থির করিল, পোতবিনাশ অনিবাৰ্য্য হইয়া উঠিয়াছে । কেবল মৃত্যুই সকলের চিন্তাপথের একমাত্র অতিথি হইয়া উঠিল, তদীয় ভীষণ মূৰ্ত্তিই চতুর্দিকে দৃষ্টি হইতে লাগিল । ফলতঃ, প্রাণরক্ষার কোন উপায় না দেখিয়া সকলে কেবল হাহাকার করিতে লাগিল । এইৰূপ ঘোরতর বিপত্তি দর্শনে আইডোমিনিয়ন্স, উৰ্দ্ধবাহ ও উত্তাননয়ন হইয়া, বরুণদেবের বহুবিধ স্তুতি করিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিলেন, ভগবন! আমি আপনকার শক্তি ও মহিমা বৰ্ণনা করিতে কোন ক্ৰমেই সমর্থ নাহি ; এই অসীম সাগর আপনকার একান্ত আজ্ঞাবহ । আমি ঘোরতর বিপদে পড়িয়াছি, কৃপা করিয়া প্ৰাণদান করুন । যদি আমি, এই বিপদ হইতে মুক্ত হইয়া, নিরাপদে স্বদেশে প্রতি গমন করিতে পারি, তাহা হইলে, প্ৰথমে যাহার মুখ নিরীক্ষণ করিব, তাহাকে छत्रांश्र्नद्भि ऐं८८्भं चक्लिन कििञ् । এ দিকে, আইডোমিনিয়সের পুত্র, পিতুদর্শন নিমিত্ত