পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টেলিমেকিস। orovnam-Wamo शर्छ जर्गे । পরীক্ষাকাৰ্য্য সমাপিত হইলে, প্রাজ্ঞেরা অবিলম্বে কানন হইতে চলিয়া গেলেন । প্ৰধান প্রাজ্ঞ, হস্ত ধারণ পুৰ্ব্বক, আমাকে সমবেত প্ৰজাগণ সমক্ষে লইয়া গিয়া কহিলেন, ইনিই সকল বিষয়ে জয়ী হইয়াছেন, অতএব ইহাকেই সিংহাসনে সন্নিবেশনৰূপ পুরস্কার প্রদান করা যাইবে । এই বাক্য উচ্চারিত হইবামাত্ৰ, চতুর্দিকে তুমুল কোলাহল উত্থিত হইল । সকলে উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, ইউলিসিসতনয় দ্বিতীয় মাইনস, উনিই আমাদের রাজা হউন । এই বাক্য নিকটবর্তী পৰ্ব্বতে অভিহিত হইয়া প্ৰতিধ্বনিত হইতে লাগিল। আমি কিয়াৎ ক্ষণ মৌনাবলম্বন করির রহিলাম ; অনন্তর ইঙ্গিত, স্বারা ব্যক্তি করিলাম যে আমার কিঞ্চিৎ বক্তব্য আছে । এই সময়ে মেন্টর আমার নিকটে আসিয়া মৃন্থ স্বরে কহিতে লাগিলেন, টেলিমেকস ! তুমি কি এ জন্মের মত স্বদেশ পরিত্যাগ করিবে ? রাজ্যলোভ কি তোমার হৃদয় হইতে জন্মভূমি ও জনক জননীর স্নেহকে এক ৰারেই অপসারিত করিবেক ? ভঁাহারা তোমার দর্শনোৎ