পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Vo টেলিমেকাস মেণ্টরের বাক্য শ্রবণে ক্রীটবাসীরা প্রথমতঃ বিস্ময়স্তিমিত নয়নে নিস্তব্ধ হইয়া রহিল ; পরিশেষে ভঁাহাকে জিজ্ঞাসা করিল, আমরা কি প্রকার ব্যক্তিকে সিংহাসন প্ৰদান করিব, আপনি তাহার ব্যবস্থা করিয়া দেন । মেন্টর কহিলেন, যাহাদিগের শাসন করিতে হইবেক, যে ব্যক্তি তাহদের বিষয় সবিশেষ অবগত অাছেন, এবং যিনি রাজ্যশাসন ও প্ৰজা পালন দুৰূহ কৰ্ম্ম বলিয়া জ্ঞান করেন ও তা হাতে পদে পদে বিপদ ঘটে বলিয়া ভীত হন, সেইৰূপ ব্যক্তিকে তোমরা মনোনীত কর । যিনি রাজার কৰ্ত্তব্য কৰ্ম্ম না জানিয়া রাজপদের অভিলাষী হন, ঘর্তাহা দ্বারা কোন ক্রমেই রাজকাৰ্য্য নির্বাহ হইতে পারে। না । তাদৃশ ব্যক্তি কেবল আত্মসন্তোষার্থে রাজপদের নিমিত্ত লোলুপ হন ; কিন্তু যিনি কেবল স্বজাতিস্নেহানুরোধে রাজপদ গ্রহণে সম্মত হন, তঁাহাকেই ঈদৃশ দুৰ্ব্বহ। ভারার্পণ করা। কৰ্ত্তব্য । এই ৰূপে আমরা উভয়েই এতাদৃশ লোভনীয় রাজপদ প্রত্যাখ্যান করিলে, সকলে চমৎকৃত হইয়া অনুসন্ধান করিতে লাগিল যে, আমাদিগকে কে ঐ দেশে আনয়ন করিয়াছে। নসিক্রেটিস তৎক্ষণাৎ হেজলকে দেখাইয়া দিলেন । তাহারা হেজলের নিকট সবিশেষ সমুদায় অবগত হইল ; কিন্তু যখন শুনিল যে, যে ব্যক্তি এই মাত্র রাজপদ গ্রহণে অস্বীকার করিলেন, কিয়াৎ দিন পূর্বে তিনি হেজলের দাসত্ব স্বীকার করিয়াছিলেন ; হেজল, ভঁাহার অসামান্য বুদ্ধিশক্তি ও অলৌকিক গুণগ্ৰাম দর্শনে মোহিত হুইয়া ভঁাহাকে পরম মিত্র ও উপদেষ্ট জ্ঞান করেন, এবং