পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐथा जहाँ ! VSVS) করির প্রাণত্যাগ করিলেন। যৎকালে তিনি ভুতলে পতিত হইলেন, তঁহার গুরুতর দেহভারে নিপীড়িত হইয়া আমার প্ৰাণবিনাশের বিলক্ষণ সম্ভাবনা ছিল, কিন্তু জগদীশ্বরের কৃপায় প্রাণরক্ষণ হইল। পতন সময়ে ভঁাহার অস্ত্ৰাদির শব্দে দুরস্থিত পৰ্ব্বত সমুহে প্ৰতিধ্বনি হুইয়া উঠিল। তদনন্তর আমি ভঁাহার শরীর হইতে অস্ত্ৰ প্ৰভৃতি সমুদায় সামগ্ৰী উন্মোচন করিয়া লইয়া এসেষ্টিসের অনুসন্ধানে চলিলাম। বিজয়ী মেন্টর যাহাদিগকে প্রতিবন্ধকতার লেশমাত্র প্রদর্শন করিতে দেখিলেন তাহাদিগের মস্তকচ্ছেদন করিলেন এবং যাহারা রণে ভঙ্গ দিয়া পলায়নপর হইয়াছিল। তাহাদিগকে জঙ্গল পৰ্য্যন্ত তাড়াইয়া দিয়া আসিলেন । , এই সংগ্রামে কাহারও এমন আশা ছিল না যে, অসভ্যেরা পরাভূত হইবেক ; কিন্তু অসাধারণ বীৰ্য্য ও অলৌকিক পরাক্রম প্রভাবে মেন্টরকে জয়ী হইতে দেখিয়া আপামর সাধারণ সকল লোকই ভঁাহাকে দেবানুগৃহীত অসামান্য ব্যক্তি বলিয়া নিৰ্দ্ধারিত করিল। এসেষ্টিস কৃতজ্ঞতাপ্রদর্শনার্থে আমাদিগকে কহিলেন, যদি ঈনিয়াস স্বীয় সাংগ্রামিক পোত সকল সঙ্গে লইয়া সিসিলিতে প্ৰত্যাবৰ্ত্তন করেন, তাহা হইলে আমি আর তোমাদিগকে রক্ষা করিতে পারিব না ; অতএব তোমরা ত্বরায় প্ৰস্থান করা ; আমি আবিলম্বে তোমাদের প্রস্থানের সমুদায় আয়োজন করিয়া দিতেছি। এই বলিয়া তিনি আমাদিগের নিমিত্ত এক নৌকা সজ্জিত করাইয়া ভুরি ভুরি উপহার প্রদান পূর্বক অবিলম্বে প্ৰস্থান করিতে আদেশ দিলেন ; কহিলেন, এক্ষণে তোমাদিগের পরিত্রাণের এই একমাত্র উপায় আছে, অতএব তোমরা