পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ। " 金意 কৌশলে আমি তাহার প্রাণসংহার করিলাম। রাখালের তদর্শনে সাতিশয় প্ৰীত ও চমৎকৃত হইয়া বিস্ময়োৎফুন্ন লোচনে উচ্চৈঃস্বরে ভুরি ভুরি। ধন্যবাদ প্ৰদান করিল এবং জয়চিহ্ন স্বৰূপ সেই দুর্দান্ত জন্তুর চৰ্ম্ম উদঘাটিত করিয়া পরিধান করিবার নিমিত্ত আমাকে বারংবার অনুরোধ दलेिड वांशिव्न । ক্ৰমে ক্ৰমে আমার এই বীরত্ব প্রকাশের এবং রাখালদিগের রীতিবত্ম সংশোধনের সংবাদ মিসর দেশের সর্ব স্থানেই প্রচারিত হইল এবং পরিশেষে রাজা সিসষ্টিসেরও কৰ্ণগোচর হইল । তিনি অবগত হইলেন যে, ফিনীসীয় বোধে যে দুই ব্যক্তিকে বন্দী করিয়া রাখিয়াছি, তন্মধ্যে এক জন মানবসমাগমশ্বন্য কাননে সত্যযুগের পুনরাবির্ভাব করিয়াছে । রাজা সাতিশয় বিদ্যানুরাগী ছিলেন এবং যদ্বারা কোন প্রকারে উপদেশ প্রাপ্ত হওয়া যায়, এৰূপ বিষয়মাত্ৰেই অত্যন্ত আস্থা ও আদর প্রদর্শন করিতেন । তিনি আমাকে দেখিবার নিমিত্ত অভিলাষ প্ৰকাশ করিলেন ; उलयूगांटल अभि ऊँछिद्धि निकटों नौऊ श्वांभ । डिनि আমার সমুদায় বৃত্তান্ত আদ্যোপান্ত শ্রবণ করিতে করিতে অত্যন্ত প্ৰীত হইতে লাগিলেন এবং ত্বরায় বুঝিতে পারিলেন যে, অর্থগৃধু মিটফিস্ ভঁাহাকে প্রতারণা করিয়াছে। তখন তিনি তাহার এই অপরাধের প্রতিফল স্বৰূপ তদীয় সমুদয় সম্পত্তি আত্মসাৎ করিয়া তাহাকে চির কালের নিমিত্ত কারাগারে নিক্ষিপ্ত করিলেন । তিনি বলিতে লাগিলেন, দেবতারা যাহাকে মানবমণ্ডলীর মধ্যে সর্বপ্ৰধান পদে অধিৰূঢ় করেন, সে কি অসুখী ! সকল বিষয় সে আপনি চক্ষে