পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VP2 টেলিমেকিস। সাগরপথে নক্ষত্ৰাদির গতি নিৰূপণ দ্বারা দিক নির্ণয় করিয়া আপনাদিগের পথ নিৰূপণ করে এবং দুস্তর সাগর ব্যবধান বশতঃ যে সমস্ত জাতির পরস্পর সমাগম ও সন্দর্শন ছিল না, ইহারাই নাবিকবিদ্যার স্বষ্টি ও সঞ্চার করিয়া তাহাদিগকে একত্র মিলিত করিয়াছে। ইহারা স্বভাবতঃ অতিশয় সহিষ্ণু, পরিশ্রমী, শিল্পানিপুণ, এবং সংযম ও মিতব্যয়িত বিষয়ে বিশেষ বিখ্যাত। ইহার একমত হইয়া সকল কাৰ্য্য করিয়া থাকে এবং বৈদেশিকদিগের প্রতি যৎপরোনাস্তি স্নেহ, বাক্যনিষ্ঠা ও অমায়িকতা প্ৰদৰ্শন করে। এখানে রাজনিয়ম সর্বাংশে প্রতিপালিত হয়, दकांका उंब्रऊिंबऊ इव्र नl । এই সমস্ত উপায়ে ইহারা সমুদ্রের উপর আধিপত্য ংস্থাপন করিয়াছে ও ইহাদিগের বাণিজ্যের এৰুপ শ্ৰীবৃদ্ধি হুইয়াছে ; এতভিন্ন আর কোন উপায় অনুসন্ধান করিবার আবশ্যকতা নাই। কিন্তু, এক্ষণে যদি ইহাদিগের মধ্যে পরস্পর বিদ্বেষ ও বিপক্ষতাচরণ উপস্থিত হয়, কিংবা ইহারা অলস ও সুখাসক্ত হইয়া উঠে ; ধন্যবান ব্যক্তিরা শ্রম ও মিতব্যয়িতা পরিত্যাগ করে ; শিল্পকৰ্ম্ম অতঃপর আর আদৃত না হয়; যদি কোন প্রকারে দেশান্তরগত লোকদিগের মনে বিশ্বাসের ব্যতিক্রম ঘটিয়া উঠে ও বাণিজ্যবিষয়ক নিয়ম ভঙ্গ হয় ; পণ্য দ্রব্য প্ৰস্তুত করণে অমনোযোগ হইতে থাকে এবং ব্যয়বাহুল্যািভয়ে উৎকৃষ্ট বস্তু সমস্ত প্ৰস্তুত না হয় ; তাহা হইলে, যাহা দেখিয়া তুমি এত প্রশৎসা করিতেছি, সে সমুদায় এক কালে বিলুপ্ত হইয়া যাইবে ।