[ १७ পালনের হ্রাস হইয় তাহার হয় এবংAউন্নিমিত্তেই এই রোগ প্রযুক্ত যে ভূপৃসি হইয়৷ থাকে তাহ রক্ত সঞ্চালনের অবরোধতা তত অধিক ব্যক্ত করে A যত অধিক হার্টের প্রতিপালনের হ্রাস এবং দুৰ্ব্বলতার বৃদ্ধি হয়। ঐ দুর্বলতা ক্রমে এত অধিক পরিমাণে বৃদ্ধি হয়, ষে অবশেষে তন্মস্থ্য হইতে রক্ত অত কষ্টে বহিস্ক ত হইয়া থাকে। অতএব রিনেল ড্রপসিতে যেরূপ ফ্রেঞ্চ কিডনির বিকৃতি না হইয়া সমুদায় শরীরের বিকৃত্যবস্থা দেখা যায় সেইরূপ এই পীড়াতে সেলডেভল্বমেন্ট বা কোষ বৃদ্ধির হ্রাস ও বিকৃতি কোন এক স্থান বা কোন এক যন্ত্রে না হইয়া সমুদায় শরীরস্থ টিসুমধ্যে ব্যাপিত থাকে এই জনোই চিকিৎসা করণ সময়ে আমাদিগের বিশেষ স্মরণ রাখা উচিত যে এই সমস্ত ড্রপসিতে জীবনের হ্রাস হইয়া থাকে, আহারীয় পদার্থ হইতে সেল্সদিগের স্ব স্ব ক্রিয়ান্থষায়িক গঠন হয় না সুতরাং তাহারা স্বীয়২ ক্রিয়ায় অপারক হয় । এই প্রকার ডুপসির চিকিৎসা বিষয়ক অধিক লিখিবার অবশ্যক নাই এবং তাহাদিগের উপশম করণর্থে সচরাচর ঔষধাদি সেবন ব্য ীিত অন্য কোন ভূতন উপায় ব্যবস্থা করণে অক্ষম । চিকিৎসালয়ে যখন রোগীরা আগমন করে, তখন তাহাদিগের এইরূপ হ্রাস বিকৃতর অতিশয় বৃদ্ধি হেতু উপশম ভিন্ন অন্য কোন উপায় থাকে না । তথাপি য়ে সমুদায় বিকৃতি হইয়া থাকে তাহ কি প্রকার চিকিৎসা প্রণালী দ্বারা রোগীর অবস্থার উন্নতি হইতে পারে তাহা সকলেই বুঝিতে পাfরবেন। 。 রোগের চিকিৎসার্থে শরীরের প্রতিপালিত ক্রিয় অত্যুত্তম -: "রক্ষা করা অবশ্যক। কিন্তু নব্য চিকিৎসকেরা সৰ্ব্বদtষ্ট্র ক্লিষ্টার, বিশ্লেষ্টক ও অন্যান্য দুৰ্ব্বল কারক ঔষধাদি, যাহা ব্যবস্থা করিয়া, থাকেন, তাহা অতিশয় হানিজনক।
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/১০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।