পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1ժօ - ৬—ক্রনিক ব্রাইটস ডিজিজের কিডনির কনভলিউটেড টিউব্‌স দেখাইতেছে ; এপিথিলিয়েল গ্লাওস সেলস সকল স্থানে বেসমেন মেন্থে ন হইতে পৃকথ হইয়াছে এবং টিউব সমুদায় অসম্পূর্ণ সেলসদিগের ছিন্ন ভিন্নাংশ ও বসা বিশিষ্ট নিউক্লিয়াইয়ের দ্বারা পরিপূরিত রহিয়াছে। প্লেট তিন ও চার । লংগের নানাপ্রকার পীড়ায় যে গয়ার উদ্ভব হয়, তাহার সেল সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থের এবং কিড্‌নির পীড়ায় যে কাষ্ট সমুদায় পতন হয়, উভয়ের ঐক্যতা । ১—সামান্য শ্লেষ্মার গয়ারের জলবৎ স্বচ্ছতা দেখাইতেছে । আরোগ্য সম্ভব ব্রাইটস ডিজিজের জলবৎ স্বচ্ছ কণষ্ট ইহার সহিত সৰ্ব্বতোভাবে সমান । ২–প্লাটিক ব্ৰঙ্কাইটিস রোগে যে ফাইব্রিনস গয়ার নিঃসৃত হয় তাহার সহিত একিউট ব্রাইটস ডিজিজের প্রথমাবস্থায় ফ্ৰাইব্রিনস কাষ্ট সমান । ৩—ক্যাপিলারি ব্ৰঙ্কাইটিসের গয়ারও উক্ত প্রকার । সেল সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থও প্রায় এক প্রকার । ৪—থাইসিস রোগের গয়ার । প্লেট চার । নিউমোনিয়া রোগের ভিন্ন ভিন্নাবস্থার গয়ার এবং একিউট রিনেল ড়পসির ভিন্ন ভিন্ন কাষ্টদিগের উভয়ের ঐক্যতা আছে, বিশেষতঃ যখন রোগারস্তে উভয় কিডনি অতিশয়