পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১" দেখিতে পাইয় তাহীকে রক্তবহ নাড়ী জ্ঞান করিয়াছিলেন। তৎকালীন ( Bloodstasis) ব্লডষ্ট্যাসিস অর্থাৎ রক্তেরী,অণবদ্ধতায় বিশ্বাস করিয়া বিবেচনা করিয়াছিলেন যে মাইক্রসকোপের অধোদেশে একটা শিরামধ্যে রক্ত আবদ্ধ, এবং সুমধ্যস্থিত রক্তের পদার্থ সমুদায় স্বতন্ত্র হইয়া তাহার ইনফ্লমেটরি রিউলের জন্ম প্রদান করিতেছিল ; দুর্ভাগ্য বশতঃ উহ (Bloodvêssel ).বুড ভেস্থল নী «ÈHi (Uriniferous Tubule ) ইউরিনিফরস টুবুল অর্থাৎ অতি ক্ষুদ্র মুত্রবহ প্রণালী থাকায়, সুতরাং মাহীকে ইনফ্লমেটরি গ্লবিউল বলিয়াছিলেন তাহা কেবল কিডনির এপিথিলিয়ম মাত্র। যে পদার্থকে গ্রানিউলর সেল বা ( Globule) গ্লবুল বলা যায় তাহা কেবল সেল বিকৃতির প্রথমাবস্থা । যেহেতুক তাহার নিউক্লিয়ুস ও বেষ্টন-কারী পর্দা ধ্ৰুংস প্রযুক্ত উক্ত আকারের উৎপন্ন হয়। কিড্‌নি ব্যতীত অন্যান্য মিউকস মেস্তুে,নও সেলস্দিগের গঠনের এইরূপ পরিবর্তন দেখিতে পাওয়া যায় | ড্রপ্রসিতে লাল রক্তাঙ্করের অংশ স্বল্প হইয়া যে জলের অংশ বৃদ্ধি হয়, তাহ আমি পূৰ্ব্বেই ব্যক্ত করিয়াছি। বেসমেন্ট মেস্তুে,ন, অর্থাৎ সৰ্ব্ব নিম্নস্থিত পর্দা, যদুপরি এপিথিলিয়েল সেলু সমুদায়ের বৃদ্ধি হয়, তাহা অতি স্বল্প তেজী রক্তের দ্বারা প্রতিপালিত হওয়াতে উক্ত সেলু সমুদায়ের বৃদ্ধির যে হ্রাস হইবে তাহা আশ্চর্য্যের বিষয় নহে । ঐ রক্তে লীলাস্করের অংশের স্বল্পত ব্যতীত (LiquorSangiais) লাইকুয়ার স্তাঙ্গুইনিস্ অর্থাৎ যাহাতে উক্ত লালাঙ্গর জীবিতমান থাকে, তাহার ও স্বাভাবিক অবস্থা হইতে গুণের পরিবর্ত হওয়া প্রযুক্ত স্পেসিফিক গ্রাভিটি স্বল্প হয়। সিরমে জলাংশের বৃদ্ধি বশতঃ রক্তাঙ্করের ধৃংস ও বিনষ্ট হওয়াতে এবং অন্যান্য কারণ বশতঃ তাহাদিগের ধ্ৰুংস পরিমাণে পুনর্জীবিত না হওয়ায় রিনেল ড্রপসিতে রক্তাঙ্করের wiftxs wawl x7 1 (Nutritive Function) fütisfa.