[ sa ] প্রথমতঃ তাহারা ধূষরবর্ণ কিঞ্চিৎ স্ফীত ও গোলাকার এবং এক প্রকার অঙ্কর বিশিষ্ট পদার্থে পরিপূরিত হইয়া (Nucleus) নিউক্লিয়াস বা অঙ্ক রকে অদৃশ্যমান রাখে ; সেলসের এই পরিবর্তন অবস্থা হইলে তাহাকে মিউকুস কাপসলু কহে । অনেকানেক সেলু মধ্যস্থিত নিউক্লিয়স্ বা অঙ্কর বড় হইয়া-থাকে, এবং তন্মধ্যস্থিত পদার্থ সমুদায় অঙ্কর বিশিষ্ট হয়। এই সমুদায় সেলস্ শীঘ্ৰ ধ্ৰুংস হইয়া শ্লেষ্মার উৎপন্ন, করে আর বড় বড় সেল্ অন্তরস্থিত নিউক্লিয়াস্ অতিশয় চাকচিক্য যুক্ত, ইহার ফুজ সাহেবের ইনফ্লুমেটরি কাপসুল বলিয়া পরিগণিত। অন্তান্ত সেল মধ্যে সুগঠিত নিউক্লিয়স দৃষ্ট হয় তাহার উপরোক্ত বসাযুক্ত সেল অপেক্ষ ক্ষুদ্রাকার এবং ডাইলিউট য়্যাসীটিক ফ্ল্যাসিড সংযোগে তাহাদিগের আকার বিবিধ প্রকার দেখা . যায় ; কেহ বা সিমবীজাকার, কেহ বা বিল্লপত্রাকার ; বোধ হয় তাহারা বিচ্ছেদ হইয়া বৃদ্ধি হইতে ছিল। এই অবস্থা এবং পুজের মধ্যে যে সেল থাকে উভয়েই সমান। যথার্থ পূজকোষ উপরোক্ত সেলের ন্যায় সিমবীজাকৃতি অথবা বিল্লপত্রাকৃতি দেখা যায় । যখন ইরিটেশন কিম্বা ইনফ্লামেশন কোন কারণ ৰশতঃ এপিৰিলিয়েল মেন্থে,ণ আক্রমণ করে, তখন তৎসম্বন্ধীয় সেলু সমুদায়ের উক্ত প্রকারে পরিবর্তন হইয়া থাকে অর্থাৎ প্রথমে শ্লেষ্মায় বৃদ্ধি হওয়ায় তাহারা মিউকস্ কাপসেলস্ সমুদায়ের আকার বিশিষ্ট হয়, এবং ঐ শ্লেষ্মা ক্রমে পরিপক্ক হইলে অবশেষে পুজাকৃতি হইয়া শুষ্ক হয়। ইহাও বিশেষ রূপে স্মরণ রাখা উচিত যে উক্ত প্রকার পুঁজকোষ সৰ্ব্বস্থানে এবং সৰ্ব্ব সময়ে সমান থাকে না, অর্থাৎ কোন স্থানে-অতিরিক্ত বা অতাল্প, এবং কোন স্থানে বা কিছুই থাকে না । ইহ পালমেনেরি মিউকস্ মেস্তুে নে, কিডনির পেলবিসে, ইউরেটস্থ 8
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।