পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ sa í যাইবে। অর্থাৎ হঠাৎ মৃত্যুতে ঐ মেস্ত্রেন যেরূপ পরিষ্কার, নিৰ্ম্মল, চুকচিক্য ও স্বচ্ছ দৃষ্ট হয়, ইহাতে সেরূপ নহে, এবং ঐ পেরিটোনিয়মের এক অংশ ছিন্ন করিয়! মাইক্রসকোপের দ্বারা পরীক্ষা করিলে তাহার (Fibrous Structure) ফাইব্রস স্ট্রাকচরের (Epithelial cells) এপিথিলিয়েল সেলসের বিকৃতি দৃষ্ট হইবে অর্থাৎ অন্যান্য স্থানীয় বিকৃতি এপিথিলিয়েল সেল্স যেরূপ ধূষরবর্ণ এবং অঙ্কর বিশিষ্ট হয় ইহাতে ও সেইরূপ দেখা যায়। (Heart) হার্টের উপর অর্থাৎ (Exocardium) ७ठुँङ्गोकर्डिग्रष्ग ठोड़े ব্যাধি প্রযুক্ত কতকগুলি অস্বচ্ছ পদার্থ নানাস্থানে দৃষ্ট হয়, ঐ পদার্থকে (Macula Albidae) মেকিউলি এলবিডি কহ যায়। ইহা দুই প্রকার। ১ প্রথম, ইন্‌ফুমেশন প্রযুক্ত ষে ফল্স মেন্থেন অর্থাৎ (Lymph effusion ) লিম্ফ এফিউজন হইয়া এক প্রকার পর্দার জন্ম হয় ইহাও তদ্রুপ ; এবং ইহা নিম্নস্থিত সিরস মেন্থেনের সহিত এরূপ স্পষ্ট মিলিত থাকে যে তাহাকে অনায়াসে উঠাইয়া লওয়া যাইতে পারে, বোধ হয় ইহা ইনফুমেশনের ফল মাত্র। ২ দ্বিতীয় প্রকার, শুভ্ৰবর্ণ চিহ্ন মাত্র সচরাচর দেখিতে পাওয়া যায়, এবং ইহার অস্বচ্ছতা ক্রমে২ তাহার চতুষ্পাশ্বস্থিত টিসু মধ্যে বিলুপ্ত হয়। ইহার কিনারার উচ্চতা থাকে না । - হৃৎপিণ্ডের এপিথিলিয়মের ধুংস হইয়া তৎপরিবর্তে কেবল এক প্রকার অতি ক্ষুদ্র অঙ্কুর বিশিষ্ট পদার্থ অত্যাধিক বসাকুরের সহিত ইতস্ততঃ স্থত্রেরদ্বারা বেষ্টিত দেখা যায়। (প্লেট ২ ফিগার ১) হার্টের পেশীময় প্রাচীরদিগের বিকৃতি হইয়া থাকে অর্থাৎ তাহাদিগের গঠনের শৈথিল্য দেখিতে পাওয়া যায় এবং মাইকুস, কোপ যন্ত্রদ্বারা পরীক্ষা করিলে বসা ও অঙ্কর বিশিষ্ট বিকৃতি সৰ্ব্ব স্থানে দৃষ্ট হইবে। তাহার মস্কিউলার ফাইবর সমুদায় অস্পষ্ট এবং তন্মধ্যে কতকগুলি চাকচিক্য অষ্ণুর দেখা যায়, લે অঙ্কর