পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*[ ২s ] বেস্মেন্ট মেন্থে,ণ অর্থাৎ নিম্নস্থিত পর্দা হইতে নিৰ্ম্মিত, কিন্তু ডাক্তর বীল সাহেব এই বিষয় অতি সুচারুরূপে বলিয়াছেন যে তাহা এনাটমি সম্মত নহে। o উক্ত সাহেব তাহাদিগের স্বভাব বিষয়ে নিম্ন লিখিত মত স্থির করিয়াছেন । কতকগুলি এপিথিলিয়েল সেলের প্রাচীরে যে এক প্রকার য়্যালকুমিনস পদার্থ দৃশ্য হয়, ইহা তাহারই এক অবস্থা মাত্র। আমার বোধ হয় যে ইউরিনি ফরাস টিউব বা মুত্রবহ। প্রণালীদিগের এই ছাঁচসমূহ এপিথিলিয়েল সেল্স্দিগের স্বচ্ছন্দাবস্থায় যে২ পদার্থ থাকে তন্দ্বারা নিৰ্ম্মিত । ব্যাধি বশতঃ এই পদার্থের কিঞ্চিৎ পরিবর্তন, অথবা সুগঠন না হওয়ায় তাহ টিউবস মধ্যে সঞ্চিত হইয়! জমিয়া যায় । এই অভিপ্রায়ের পোষকতার নিমিত্তে কেবল ইহাই বলিতে পার । স্নায় ; যে কখন২ প্রস্রাবের সহিত য়্যালবুমেন না থাকিলেও উক্ত কণষ্ট সমুদায় দেখা যায় । এই মতানুসারে ইহা সম্ভবপর ষে ম্যালুপিজিয়েন ক্যাপিলেরি সমুদায়ের কঞ্জেশ্চন বা অন্য কোন পীড়িত অবস্থা না থাকিলেও কাষ্ট প্রস্রাবের সহিত বহিষ্কৃত হইতে পারে; কিন্তু ইহাই সৰ্ব্বদ ঘটিয়া থাকে যে উক্ত কঙ্কেশ্চন বশতঃ সিরম বহিস্কৃত হওয়াতে প্রস্রাবের সহিত য়্যালবুমেন দেখিতে পাওয়া যায় {