পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩১ ! ইউরিক য়্যাসিড্র হইয়া প্রস্রাবের সহিত বহিস্কৃত হয়। অত্ব যে কারণ বশতঃ লংস মধ্যে য়্যালবুমেনের পরিবর্তন না হয়, সেই কারণ হইতেই উহা প্রস্রাবের সহিত নিঃস্থত হয়। তন্নিমিত্তেই য়্যালবুমেন নানাবিধ লংস ও হার্ট ডিজিজে৯দেখিতে পাওয়া যায়, যথা ক্যাপিলেরি ব্রঙ্কাইটিস থাইসিস, ও নিউমোনিয়া, এবং কোন২ হার্ট ডিজিজে । e - তিনি আরও বলিয়া থাকেন যে যখন নিশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার ক্ষীণত হেতু সমুদায় য়্যালবুমেন এককালে ধুইস না হয়, তখন শারীরিক স্বচ্ছন্দতার হ্রাস হওয়াতে উহা স্বল্প কিম্বা অধিক পরিমাণে প্রস্রাবের সহিত নিঃসৃত হয়। অর্থাৎ যে অংশ ইউরিয়া ও ইউরিক য়্যাসিডে পরিবর্ত না হয়, সেই অংশ প্রস্রাব সহকারে নির্গভু হয় । পীড়িত ব্যক্তিদিগের অবস্থায় এই মত পরীক্ষিত হইলে তাহার দোষ দৃষ্ট হইবে । ক্যাপিলেরি-ব্রঙ্কাইটিস কখন২ বা নিউমোনিয়া,থাইসিস ও হার্ট ডিজিজে, কখনই বা ইম্ফিসিম ও ক্রণিক ব্রঙ্কাইটিস রোগে প্রস্রাবের সহিত য়্যালবুমেন দৃষ্ট হয়। কিন্তু ঐ সমুদায় পীড়ক্রান্ত ব্যক্তিদিগের অবস্থা এক প্রকার থাকায় য়্যালবুমেন প্রস্রাবের সহিত কখনই নিঃস্থত হওয়ায় এবং কখন২ বা না হওয়ায় ঐ মতের দোষ দৃষ্ট হইতেছে। শারীরিক ক্রিয় তত্ত্বজ্ঞের নিশ্চয়রূপে মীমাংসা করিয়াছেন যে প্রস্রাব মধ্যে য়্যালবুমেন কেবল রক্ত হইতে উৎপন্ন হয়। (Bernard) বর্ণার্ড সাহেব দেখাইয়াছেন যে জুগুলার ভেইন মধ্যে অপরিস্কৃত য়্যালবুমেন পিচকারী দ্বারা প্রবেশ করাইলে অল্পক্ষণ স্থায়ী য়্যালবুমেনে রিয়ার উৎপন্ন হয় । তিনি আর ও বলিয়া থাকেন যে সহজাবস্থায় দুই তিনটা অপক্ক (কঁচা ) ডিম্ব তক্ষণ করিলে প্রস্রাব মধ্যে য়্যালবুমেন দৃষ্ট হইবেক । কিন্তু আমি ইহা পরীক্ষা কুরিয়া ঐ মতের পোষকতা করিতে পারি ন! | লিভারের দ্বারা য়্যালবুমেনস পদার্থ সমুদায়ের এক প্রকার (R