পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ] পরিবর্তন হইয় থাকে। ( Lehmann) লেমান সাহেব বলিয়া থাকেন, পোর্টেল ভেইনদ্বারা যে য়্যালবুমেন লিভার মধ্যে প্রবেশ করে, তাহার এক শতাংশের ত্রিশাংশ ঐ যন্ত্রে লোপ হয় অর্থাৎ তাহা হিপেটিক ভেইনস্থ রক্তে দেখা যায় না। ডাক্তার পার্কস্ সাহেবও ঐ মতের পোষকতা করিয়া থাকেন, তিনি বিবেচনা করেন যে ষ্টমাক ব| পাকস্থলি কিম্বা লিভারের ক্রিয়ার কোন ব্যতিক্রম প্রযুক্ত য়্যালবুমেন হৃৎপিত্তের দক্ষিণাংশে অপরিস্থতাবস্থায় প্রবেশ করে ; ( যে অবস্থায় বর্ণার্ড সাহেব জুগুলর ভেইন মধ্যে য়্যালবুমেন পিচকারী দ্বারা প্রবেশ করান ) । এই কারণ বশতঃ তিনি বলিয়া থাকেন যে য়্যালবুমেন রক্ত হইতেই উৎপন্ন হয় । ষেহেতুক ব্রাইটস্ ডিজিজের পুৰ্ব্বাবস্থায় আহারের ও জীবন রক্ষা প্রণালীর নানা প্রকার ব্যতিক্রম হওয়াতে স্ট্রমণক ও লিভারের ক্রিয়ার প্রভেদ হয় । ( এই পীড়ণক্রান্ত অধিকাংশ ব্যক্তিদিগের মধ্যে লিভার স্ট্রক্‌চারের বিকৃতি দেখা যায়) ব্রাইটস্ ডিজিজের প্রথমাবস্থায় টিসুদিগের প্রতিপালনের অতিশয় বিকৃতি জন্মে । এই মত বিচারসিদ্ধ হইলেও য়্যাল ব্যুমেনের উৎপত্তির কারণ কেবল নিম্ন লিখিতরূপে মীমাংসিত হইতে পারে ; কঞ্জেশ্চন বশতঃ ক্যাপিলেরিস্দিগের পাশ্ব হইতে শোণিতের সিরম সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থ* ( Filtration ) ফিলটেশন বা পরিস্কৃত হইয়া নিঃস্থত

  • শরীর মধ্যে শোণিত সঞ্চালনাবস্থায় মাইক্রস্কোপ দ্বার। পরীক্ষ। করিলে তাহার দুইটা ভিন্ন ই অংশ দেখিতে পাওয়া যাইবে । যথা—প্রথমতঃ স্বচ্ছ, বর্ণহীন তরল পদার্থ যাহাকে লাইকুয়ার সেঙ্গুইনিস্ কহ যায় । দ্বিতীয়তঃ কতকগুলি কাপসেলস যাত। উহাতে ভাসমান থাকে । ইহাদিগের অধিকাংশই রঞ্জিমাবর্ণ থাকায় শোণিতের বর্ণ ইহাদিগের হইতেই উদ্ভব হয় ; কিন্তু অবশিষ্টাংশ বর্ণবিহীন, ইহাদিগকে কোয়াইট-কাপ-সেলস বলা যায় -—যখন শরীব হইতে রক্ত মোক্ষণ করিয়। তাহ। কিঞ্চিৎকাল, কোন পাত্র মধ্যে রাখা যায়,