ভূমিকা । ইদানীন্তন চিকিৎসা প্রণালীর নতি বশতঃ দিন২ অভিনব পুস্তক প্রকাশ হইতেছে। উর্বর্তন চিকিৎসক মহাশয়েরা সমুদায় পীড়ার উৎপন্নের কাষ্ট্র" কেবল রক্ত অথবা শরীরস্থ কঠিন পদার্থের বিকৃতি বলিয়া থাকিতেন; তদনুযায়ী তাহাদিগকে হিউমরেলিফ ও সলিডিষ্ট কহ৷ যাইত। কিন্তু এক্ষণে মাইকুসকোপ যন্ত্র দ্বারা শরীরতত্ত্ব বিদ্যার অতিশয় উন্নতি হওয়াতে উল্লিখিত মতের দোষ স্পষ্ট দেখা যাইতেছে। অতি বিচক্ষণ পণ্ডিত ভির্কোসাহেব স্পষ্ট রূপে দেখাইয়াছেন যে শারীরিক স্বচ্ছন্দতা এবং প্রতিপালন ও উন্নতি কেবল সেল বা কোষদিগের দ্বারাই হইয়া থাকে, অর্থাৎ পরিপক্ক কোষদিগের পতন ও তদনুগামী কোষদিগের বৃদ্ধি ও সুগঠন হইলেই শারীরিক ক্রিয়া সমুদায় স্বচ্ছন্দ রূপে সম্পন্ন হয়। এই মতের পোষকতা অন্যান্য বিখ্যাত শারীরতত্ত্বজ্ঞেরাও করিয়াছেন ; ইহাই সৰ্ব্ববুদীি সম্মত এবং গ্রাহ । ইহা দ্বারা স্পষ্ট প্রতীতি হইতেছে যে পরম পিতা পরমাত্মন এই মানব দেহের জীবন রক্ষার্থে কোষদিগের হষ্টি করিয়াছেন। ইহার স্থানে স্থানে আকারের ভিন্নতা দুেখীয় অর্থাৎ যে স্থানে যেরূপ ক্রিয়া আবশ্বক সেই স্থানে তাহাদিগের গঠন ও সেই রূপ এবং স্বীয় স্বীয় S
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।